নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যা মামলা-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার (২৩ এপ্রিল), থেকে। ২০২০ সালে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা, যেটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। মঙ্গলবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই মামলাটিকে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল সাড়ে ১০টা থেকে মূলতবি বা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি চলবে। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের রায়ে মামলাটির প্রধান আসামি ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে খালাস দেওয়া হয়।
র্যাব ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়, যেখানে এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়। ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের দেওয়া মৃত্যুদণ্ড নিশ্চিত করতে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। একই সঙ্গে কারাগারে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরাও আপিল করেন। বহু প্রত্যাশিত এই শুনানির মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ শুরু হচ্ছে, যা দেশে বিচার প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।'