অনলাইন ডেস্ক: মেঘালয়ের শিলং সংলগ্ন দক্ষিণ–পশ্চিম খাসি হিলস জেলার সীমান্ত এলাকায় যৌথ অভিযানে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও মেঘালয় পুলিশ। সীমান্তবর্তী একাধিক গ্রামে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
দেশটির নিরাপত্তা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতদের মধ্যে তিনজন দাবি করেছেন, তারা বাংলাদেশের আওয়ামী লীগের সদস্য এবং রাজনৈতিক কারণে ভারতে আশ্রয় নিতে গিয়েছেন। একজন জানান, তিনি গিরগিটি ধরতে সীমান্ত পেরিয়েছেন, আরেকজনের বক্তব্য ছিল অসংলগ্ন।
বিএসএফ কর্মকর্তারা এই বক্তব্যকে সন্দেহের চোখে দেখছেন। তাদের ধারণা, রাজনৈতিক পরিচয়ের দাবি তদন্ত ও আইনি প্রক্রিয়া জটিল করার একটি কৌশল হতে পারে। আটক ব্যক্তিদের কাছ থেকে কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এ ঘটনায় বিএসএফ বাংলাদেশের বর্ডার গার্ডের (বিজিবি) কাছে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে।
ভারতের নিরাপত্তা বাহিনীর তথ্যানুযায়ী, সম্প্রতি এই সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বেড়েছে। অনেক ক্ষেত্রেই অনুপ্রবেশকারীরা পেশাগত, অপরাধমূলক কিংবা কৌতূহলবশত সীমান্ত অতিক্রম করেন। তবে রাজনৈতিক আশ্রয়ের দাবি এই প্রথম সামনে এল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আটক পাঁচজনকে বর্তমানে শিলংয়ের পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আদালতে পেশের প্রস্তুতি চলছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর–পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা জোরদারের সুপারিশ করেছে বিএসএফ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.