আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধ অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে।
মেঘালয় পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামের বাসিন্দারা ওই বাংলাদেশিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে মাহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে মঙ্গলবার (১২ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম আকরাম, তিনি বাংলাদেশের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, সোমবার অন্তত আটজন বাংলাদেশি অনুপ্রবেশকারী রোংদাংগাই গ্রামের এক বাসিন্দাকে অপহরণের চেষ্টা করে এবং গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে। এ সময় গ্রামবাসীরা প্রতিরোধ গড়ে তুললে অনুপ্রবেশকারীরা পালানোর চেষ্টা করে। এতে আকরামসহ ছয়জনকে আটক করে বেধড়ক মারধর করা হয়।
দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপার বানরাপ জিরওয়া জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি রিভলভার, পরিচয়পত্র, তিনটি ওয়্যারলেস সেট ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে। তাদের মধ্যে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.