মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ এপ্রিল’) সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চটি চাঁদপুরের হরিনার চর এলাকায় পৌঁছালে মাঝ মেঘনায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দেন কয়েজন যাত্রী। তাছাড়া আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার যাত্রী আহত হয়েছেন। পরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চটি আবাল বিল নামে একটি চরে নোঙর করা হয়।

কর্ণফুলী-৩ লঞ্চের সহকারী মাস্টার মো. রইচ উদ্দিন সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিন শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে লঞ্চটির ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আবাল বিল চরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সহকারী মাস্টার আরও জানান, হঠাৎ আগুন লেগে ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে। যার কারনে আগুন নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে।

তাছড়া, চরে নামিয়ে দেওয়া যাত্রীদেরকে কর্ণফুলী-৪ লঞ্চের সহায়তায় ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

লঞ্চের যাত্রী মনিরুল ইসলাম রুবেল জানান, আগুন লাগার খবরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইঞ্জিনরুমসহ লঞ্চের নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।’

ভোলা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন জানান, ঘটনাটি জানার পর তিনি কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছেন। চাঁদপুরের একটি কোস্টগার্ড টিম ঘটনাস্থলে যাবে।

তবে লঞ্চে ঠিক কি কারনে আগুন লেগেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।’

তিনি আরও জানান, যেহেতু ঘটনাস্থল ভোলার বাইরে, সেহেতু এখনো নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ২১১ জন কাঙ্খিত সেবা না পেয়ে হাসপাতাল ছাড়ছে রোগীরা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কিন্তু সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেট

রাজধানীতে হিট স্ট্রোকে রিকশা চালকের মৃত্যু

ঠিকানা টিভি ডট প্রেস: হিট স্ট্রোকে ঢাকা মেডিকেল এলাকায় আব্দুল আওয়াল (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল’) বিকেল সোয়া ৪টার দিকে

ঝালকাঠিতে লাশের সংখ্যা বেড়ে ১৮,আশঙ্কাজনক অনেক

নিজস্ব প্রতিনিধি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের সামনে বরিশাল-খুলনা মহাসড়কের একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যায়। হুহু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শনিবার (২২ জুলাই)

১৫০ উপজেলায় ৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট উপলক্ষে ১৫০ উপজেলায় তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে

সাইনবোর্ডে আ.লীগ নিয়ে লেখা ভেসে উঠতেই হাসপাতালে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’-এমন লেখা ভেসে ওঠে নোয়াখালীর মাইজদীর একটি বেসরকারি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে। এর জেরে ওই