মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চের ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ এপ্রিল’) সকাল সাড়ে ৮টায় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়া কর্ণফুলী-৩ লঞ্চটি চাঁদপুরের হরিনার চর এলাকায় পৌঁছালে মাঝ মেঘনায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় আতঙ্কে নদীতে ঝাঁপ দেন কয়েজন যাত্রী। তাছাড়া আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার যাত্রী আহত হয়েছেন। পরে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চটি আবাল বিল নামে একটি চরে নোঙর করা হয়।

কর্ণফুলী-৩ লঞ্চের সহকারী মাস্টার মো. রইচ উদ্দিন সুমন এ তথ্য নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিন শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল ১০টা ১৫ মিনিটের দিকে লঞ্চটির ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে আবাল বিল চরে নোঙর করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সহকারী মাস্টার আরও জানান, হঠাৎ আগুন লেগে ইঞ্জিনরুমে ছড়িয়ে পড়ে। যার কারনে আগুন নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সহায়তা চাওয়া হয়েছে।

তাছড়া, চরে নামিয়ে দেওয়া যাত্রীদেরকে কর্ণফুলী-৪ লঞ্চের সহায়তায় ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

লঞ্চের যাত্রী মনিরুল ইসলাম রুবেল জানান, আগুন লাগার খবরে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইঞ্জিনরুমসহ লঞ্চের নিচতলা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।’

ভোলা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসাইন জানান, ঘটনাটি জানার পর তিনি কোস্টগার্ডকে বিষয়টি জানিয়েছেন। চাঁদপুরের একটি কোস্টগার্ড টিম ঘটনাস্থলে যাবে।

তবে লঞ্চে ঠিক কি কারনে আগুন লেগেছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।’

তিনি আরও জানান, যেহেতু ঘটনাস্থল ভোলার বাইরে, সেহেতু এখনো নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের বিষয়ে সৌদি আরবের জেদ্দায় মন্ত্রী পর্যায়ের বৈঠকে আয়োজন করেছে ইসলামি সহযোগিতা সংস্থা, ওআইসি। সংস্থাটির মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন

বাঁশ ও রশি ধরে মসজিদে যান শতবর্ষী দৃষ্টিহীন মুয়াজ্জিন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের দৃষ্টিহীন মুয়াজ্জিন মো. আব্দুর রহমান মোল্লা। প্রায় ২০ বছর আগে একটি দুর্ঘটনায় দুই চোখ নষ্ট হয়ে

রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে আলফা খাতুন (৩) ও হোসেন আলী (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল), দুপুরে উপজেলার

ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক ভারতবিরোধী জনতাকে উসকে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে বাংলাদেশের ছয় ছাত্রনেতা ও তাদের ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য

সরাইলে নির্বাচনী প্রচারণায় ঐক্যের আহ্বান জানালেন জুনায়েদ আল হাবিব

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর

যুক্তরাষ্ট্র-ইসরাইলের লক্ষ্য ব্যর্থ, ইরানের প্রতিরোধে টিকল না কৌশল

অনলাইন ডেস্ক: তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, গাজা ও লেবাননে যুদ্ধবিরতি চুক্তি রক্ষায় ইসরাইলের অতীত রেকর্ড ভালো না হওয়ায়