মুহিত-রিজভীর প্রস্তাব যেভাবে নাকচ করেছিলেন সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা, সাহসিকতা এবং রাজনৈতিক প্রজ্ঞার জন্য শেষ পর্যন্ত পদ্মা সেতু আজ অহংকারের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। তবে পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র রুখে দিতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে আনসাং হিরো হলেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সে সময় তিনি দুর্নীতি দমন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। চেয়ারম্যানও ছিলেন না। তারপরও পদ্মা সেতু নিয়ে যে দেশে আন্তর্জাতিক ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র রুখে দিতে তিনি ছিলেন প্রধান ব্যক্তি। তার এই সাহসিকতার কারণেই পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ভেস্তে গিয়েছিল।

পদ্মা সেতুতে বিশ্বব্যাংক, এডিবি এবং জাইকা অর্থায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফলে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তারা তথাকথিত দুর্নীতির অভিযোগ আনে এবং বিশ্বব্যাংকের সাথে এডিবি এবং জাইকাও অর্থায়নের সিদ্ধান্ত থেকে সরে আসছে। ফলে বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে। এই অবস্থায় বিশ্বব্যাংক কিছু প্রভাবশালী ব্যক্তির মদতে এবং প্ররোচনায় ষড়যন্ত্রের ডালপালা বিস্তার করে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয় যে, তারা পদ্মা সেতুতে অর্থায়নে ফিরে আসতে পারে, যদি দুর্নীতি দমন কমিশন এটি স্বাধীন এবং নির্মোহভাবে তদন্ত করে এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।

এটি যে গভীর ষড়যন্ত্রের একটি প্লট ছিল তা যারা সমঝোতা করেছিলেন তারা বুঝতেই পারেননি। সরকারের পক্ষ থেকে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বিশ্বব্যাংকের সঙ্গে এই দেনদরবার করেছিলেন। অবশেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি আইনী টিম বাংলাদেশে আসে। দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে।’

তদন্তের অংশ হিসেবে শুরুতেই কোনরকম অভিযোগ ছাড়াই মোশারফ হোসেনকে আটক করা হয়। মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রয়াত সৈয়দ আবুল হোসেনকে। এসময় সৈয়দ আবুল হোসেনকেও গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করা হয়। কিন্তু সরকার বিশ্ব ব্যাংককে আশ্বস্ত করে যে, যদি তদন্তে প্রাথমিকভাবে তিনি দোষী প্রমাণিত হন, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু এই ষড়যন্ত্র যে কী ভয়ঙ্কর এবং ব্যাপক বিস্তৃত ছিল, তা প্রথমে কেউ অনুভব করতে পারেননি।

মোহাম্মদ সাহাবুদ্দিন সে সময়ে ছিলেন দুর্নীতি দমন কমিশনের একজন সদস্য। তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানসহ প্রত্যেককে আলাদা আলাদাভাবে প্রাতঃরাশের জন্য তার বাসায় আমন্ত্রণ জানান। সকলকেই একই বক্তব্য দেন। বিশ্ব ব্যাংক যেভাবে বলবে সেভাবে তোমরা তদন্ত প্রতিবেদন জমা দেবে এবং সেই তদন্ত প্রতিবেদনে বিশ্ব ব্যাংক যাদেরকে যাদেরকে অভিযুক্ত করে তাদেরকেই তোমরা অভিযুক্ত হিসেবে ঘোষণা করবে, তাহলেই বিশ্বব্যাংক অর্থায়ন দিবে।

তৎকালীন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সকলেই এই প্রস্তাব মেনে নেন। শুধু একজন ছাড়া। মোহাম্মদ সাহাবুদ্দিনকে আলাদাভাবে ডাকা হয়। মজার ব্যাপার হল যে, মোহাম্মদ সাহাবুদ্দিনকে তৎকালীন অর্থমন্ত্রী সকালে নাস্তার দাওয়াত দিয়েছিলেন। সবার শেষে তিনি যখন যান এবং নাস্তার টেবিলে মোহাম্মদ সাহাবুদ্দিন দেখতে পান সেখানে বসে আছেন গওহর রিজভী এবং আবুল মাল আবদুল মুহিত। তারা তৎকালীন দুদকের কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিনকে বলেন যে, বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশন অনুযায়ী তদন্ত রিপোর্ট দিতে হবে এবং সেখানে সৈয়দ আবুল হোসেনকে অভিযুক্ত করতে হবে এবং এই অভিযোগকারীদের তালিকায় বঙ্গবন্ধুর পরিবারের সদস্যের নামও থাকবে। এখানে কিছু করার নেই। যেহেতু বিশ্ব ব্যাংকের টাকা প্রয়োজন সেহেতু এটি দিতেই হবে।’

কিন্তু বীর মুক্তিযোদ্ধা, ৭৫’র প্রতিরোধ যোদ্ধা মোহাম্মদ সাহাবুদ্দিন তাৎক্ষণিকভাবে নাস্তার টেবিল থেকে উঠে দাঁড়ান। তিনি বলেন যে, আমি দরকার হলে পদত্যাগ করব। কিন্তু এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রে মাথা নোয়াবো না। তিনি মুহিতের প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানান।

পরবর্তীতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে দুদকের আনুষ্ঠানিক বৈঠকে প্রায় একাই কথা বলেন তিনি। একসময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করা, আইনে পরিপক্ক মোহাম্মদ সাহাবুদ্দিন যুক্তিতর্ক দিয়ে বিশ্বব্যাংককে বুঝিয়ে দেন যে, অনুমান নির্ভর এবং ষড়যন্ত্রমূলকভাবে কাউকে অভিযুক্ত করা যায় না। আইন নির্মোহ এবং নির্মোহভাবেই তদন্ত করতে হবে। যতক্ষণ পর্যন্ত দালিলিক প্রমাণ না পাওয়া যাবে, কাউকে অভিযুক্ত করা যাবে না এবং দুর্নীতি দমন কমিশনের কাজের ব্যাপ্তি এবং স্বাধীনতা সম্পর্কে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন বেআইনিভাবে কাউকে গ্রেপ্তার করবে না। আইনের মধ্যে থেকে যদি কেউ অন্য দোষী হয় অবশ্যই বিচার করবে।

দুদকের স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তে দেখা যায়, পদ্মা সেতুতে কোনও ষড়যন্ত্র হয়নি। সেদিন যারা বিশ্ব ব্যাংকের পদলেহন করে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিলেন, তারা পরবর্তীতে নিশ্চয়ই অনুতপ্ত হয়েছেন। কিন্তু মোহাম্মদ সাহাবুদ্দিন সেদিন যদি রুখে না দাঁড়াতেন তাহলে পদ্মা সেতু আজকের বাস্তবতায় হতো কি না তা নিয়ে সন্দেহ থেকেই যায়। মোহাম্মদ সাহাবুদ্দিনের সেই ভূমিকা ইতিহাসে অমরত্ব পাবে। এই পদ্মা সেতুতে তিনি একজন আনসাং হিরো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্রে মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলা:আহত ৫

যুক্তরাষ্ট্রের একটি মিউজিক ফেস্টিভালে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে। হামলাকারী নিজেও আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়

দেশে ফিরবেন খালেদা জিয়া, প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা শেষে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।

সিরাজগঞ্জে জেল-জুলুম অত্যাচার ছিল বিএনপি নেতা বাচ্চুর নিত্যদিনের সঙ্গী।  

নজরুল ইসলাম: ৭৩ মামলার আসামি,গ্রেপ্তার হয়েছেন ১৮ বার। তবুও রাজনীতির মাঠ ছাড়েননি বরং সামনে থেকে নেতৃত্ব দিয়ে নেতা-কর্মীদের অনুপ্রাণিত করেছেন। একের পর এক মামলা-হামলা উপেক্ষা

সিরাজগঞ্জ সাবপোস্ট মাস্টার আবুল কালামের বিরুদ্ধে কোটা জালিয়াতি করে চাকরি নেওয়ার অভিযোগ 

এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিবেদক: সিরাজগঞ্জে তথ্য জালিয়াতি করে পোস্ট অফিসে চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে- আওয়ামী লীগ সরকারের শাসনামলে

পৃথক হত্যা মামলায় রিমান্ডে সাবেক দুই সচিব

নিজস্ব প্রতিবেদক: পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ চার দিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলো দানা

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৮ নম্বর বিশেষ