অনলাইন ডেস্ক: ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। প্রবল বৃষ্টির মধ্যে সোমবার (২১ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কোচি থেকে ছেড়ে আসা ফ্লাইটটি অবতরণের সময় ভেজা রানওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একপাশে সরে যায়। এতে বিমানের চাকা ও একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানে থাকা যাত্রী ও ক্রুদের কেউ আহত হননি বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়। এনডিটিভির হাতে আসা ছবিতে দেখা গেছে, বিমানের পেছনের অংশে কাচের টুকরো লেগে রয়েছে এবং একটি ইঞ্জিনে দৃশ্যমানভাবে ক্ষতির চিহ্ন রয়েছে।
এ ঘটনায় প্রধান রানওয়ে ০৯/২৭ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিকল্প রানওয়ে ১৪/৩২ চালু করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তবে রানওয়ের আংশিক বন্ধ থাকায় ফ্লাইট সূচিতে বিলম্ব ঘটতে পারে।
এদিকে, সোমবার ভোর থেকে মুম্বাইয়ে টানা ভারি বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে ব্যাঘাত দেখা দিয়েছে। এই আবহাওয়া বিমান চলাচলেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.