মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশু ও পাঁচ নারীসহ ১৭ বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৫–এর নিকট নোম্যান্সল্যান্ড এলাকায় এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ৬ বিজিবি এবং ভারতের পক্ষে ১৬১ বিএসএফ-এর কোম্পানি কমান্ডাররা অংশ নেন।
ফেরত আসা সবাই খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করে এবং দীর্ঘদিন ধরে সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বিকাল ৩টায় ৬ বিজিবির চুয়াডাঙ্গা সেক্টরের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেরত আসা বাংলাদেশিদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.