নিজস্ব প্রতিবেদক: এক বছর তিন মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।সোমবার (১১ মার্চ') দুপুরে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমীর। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গাজীপুর মহানগরীর আমীর জামাল উদ্দিন প্রমুখ।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.