নিজস্ব প্রতিবেদক মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য নির্বাচনের আগ থেকে সরকারকে চাপে রেখেছিল হেফাজত ইসলাম। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কয়েক দফায় বৈঠক হলেও সমাধান মেলেনি।
সবশেষ ঈদের আগে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মামুনুল হককে মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই কথা এবার রাখতে যাচ্ছে সরকার বলে আভাস দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা।
খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পেতে পারেন বলে সোমবার হেফাজতের কয়েকজন নেতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয় নিয়ে বিস্তারিত আর কিছু বলতে চাননি তারা।
হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আশা করা যাচ্ছে খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পাবেন।’
এর আগে গত ১১ মার্চ হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের শীর্ষ নেতারা। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে হওয়া এই বৈঠকে মামুনুল হকের মুক্তির আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সময় বৈঠকের বরাত দিয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেছিলেন, ‘বৈঠকে আমি উপস্থিত ছিলাম না। কিন্তু বৈঠক সম্পর্কে আমি অবগত আছি। ওখানে সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগে মামুনুল হকের মুক্তি ও নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা না হলে আমরা বড় ধরনের আন্দোলনে যাব তা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।’
১১ মার্চের বৈঠকের নেতৃত্ব দেওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। ঈদের আগে আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.