মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন সভাপতি প্রার্থী তোফাজ্জল 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হাজী তোফাজ্জল হোসেন হাই কোর্টে প্রার্থীতা ফিরে পেলেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতি লি: (নিবন্ধন নং-৬৫) এর নির্বাচনে গত ২২/১২/২০২৪ খ্রি: তারিখ যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় কার্যালয় সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেনের মনোনয়নপত্র বাতিল বহাল রেখে রায় ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে সভাপতি প্রার্থী তোফাজ্জল হোসেন আপিল মামলার রায়ের বিরুদ্ধে হাই কোর্ট ডিভিশন (Special Original Jurisdiction) WRIT PETITION NO. 161 OF 2025 দায়ের করলে। গত ৭ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে মহামান্য আদালত আগামী ৬ মাসের জন্য WRIT PETITION NO. 161 OF 2025 এর উপর Rule. Stay and Direction জারী করেন।

আদালতের উক্ত আদেশের ভিত্তিতে মুকন্দগাঁতী বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন কমিটি গত ৩০/১২/২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত সভার ২ নং আলোচ্য সূচীর সিদ্ধান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) স্থগিত রাখার বিষয়টি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয় এবং হাজী তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। মনোয়ার চৌধুরী বাবু সভাপতি পদপ্রার্থীকে উক্ত বিষয়টি অবহিত করণ এবং প্রতীক বরাদ্দ প্রদান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মহামান্য আদালতের আদেশের ভিত্তিতে যেহেতু তোফাজ্জল হোসেন, সভাপতি পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেহেতু ইতিপূর্বে মনোয়ার চৌধুরী বাবু সভাপতি প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিষয়টি বহাল না থাকায় সভাপতি পদে বর্তমানে ২ (দুই) জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সভার সিদ্ধান্ত মোতাবেক সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও তালিকা প্রকাশ করা হয়। মুকুন্দগাঁতী বাজার বনিক সমবায় সমিতির নির্বাচনে সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন পেয়েছেন হারিকেন প্রতীক এবং মনোয়ার চৌধুরী বাবু পেয়েছেন ছাতা প্রতিক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গ্রেপ্তার ৩ লাখ ৫৯ হাজার: রাজনৈতিক উত্তেজনায় জর্জরিত দশ মাস

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতায় আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১০ মাসে সারাদেশে গ্রেপ্তার হয়েছেন ৩ লাখ ৫৯ হাজার ৭৯৮ জন। পুলিশ সদরদপ্তরের দৈনিক

ভারত চীন সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসাসেবা দিতে আসা সিঙ্গাপুর, চীন এবং ভারতের ২১ চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদলকে

ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে ১৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট)

পহেলা মে থেকে সারাদেশে ডিম-মুরগি উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগির খামার বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করেছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। সোমবার বিকেলে সংগঠনের

পাকিস্তানে বর্ষায় মৃত্যু ১৮০ ছাড়াল, একদিনেই প্রাণহানি ৬৩

অনলাইন ডেস্ক: পাকিস্তানে মৌসুমী বৃষ্টিপাতে প্রাণহানি বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় শুধু পাঞ্জাব প্রদেশেই ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন এবং আহত হয়েছেন

রায়গঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিডিপি ঘুড়কা কার্যালয়ে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।