নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল দুধ তৈরি ও রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের অভিযোগে এক দম্পতিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ৭ আগস্ট দুপুরে গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তারেক হোসেন ও তাঁর স্ত্রী মুন্নী খাতুনকে হাতেনাতে আটক করা হয়। ফরিদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁরা ভেজাল দুধ তৈরি করে বাঘাবাড়ী মিল্ক ভিটায় সরবরাহ করছিলেন।
আদালত তারেক হোসেনকে এক বছরের এবং মুন্নী খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুজনকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। দণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রদান করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ছানাউল মোর্শেদ বলেন, “এই দম্পতি ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড দিয়ে দুধ তৈরি করছিলেন। আরও কয়েকজনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলছে এবং প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পাবনা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোফাজ্জল হোসাইন বলেন, “ভেজাল দুধ তৈরির বিষয়ে আমরা সজাগ আছি। কেউ তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.