জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট নামক স্থানে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৫টার দিকে একটি লুবেটের সঙ্গে পিকআপভ্যানের ধাক্কায় পিকআপ চালক ও হেলপারসহ তিন জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেসরকারি কোম্পানিতে চাকুরিরত সিরাজগঞ্জ জেলার আব্দুর রশিদের ছেলে মেকাইল রয়েছেন। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে থানার পুলিশ জানায়, সাভার থেকে সিরাজগঞ্জগামী একটি পিকআপভ্যান এদিন বিকাল ৫টার দিকে বাসা-বাড়ির মালামাল নিয়ে মহাসড়কের ওইস্থানে পৌঁছলে সামনে থাকা একটি লুবেটকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ ধুমড়ে-মুচরে গিয়ে চালক, হেলপার ও মালামালের মালিক ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে ধুমড়ে-মুচরে যাওয়া পিকআপভ্যানটি সরিয়ে নেয় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, নিহতদের মধ্যে মেকাইল নামে একজন বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। তিনি তার বাসা পরিবর্তনের মালামাল সরাতে পিকআপভ্যানটি ভাড়া করে সাভার থেকে রওনা দেন। এছাড়া নিহতদের মধ্যে একজন পিকআপের চালক অপর জন হেলপার। তবে এদিন রাত ৮টায় এ খবর পাঠানোকালে বাকি দুইজনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত বাকি দুইজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।