জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মির্জাপুরের বাঁশতৈল কাহারতা এলাকায় ফরহাদ মিয়া (৩০) নামের এক কাঠ ব্যাবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে। সে ওই এলাকার বানিজ উদ্দিনের ছেলে। পেশায় একজন কাঠ ব্যবসায়ী। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সোনালিয়া আবুল মার্কেট বাজারে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ জানান, সোনালিয়া আবুল মার্কেট এলাকার ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার রহমান (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে কাঠ ব্যবসায়ী ফরহাদ মিয়াকে।
ফরহাদ মিয়ার ডাকচিতকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত মতিয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহত ফরহাদ মিয়াকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.