‘মিয়ানমারে জান্তা সেনাদের হাতে গর্ভবতী নারীসহ নিহত’১০

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কারেন্নি রাজ্যে জান্তা সৈন্যরা তিন শিশুসহ অন্তত ১০ জনকে হত্যা করেছে। নিহতদের মধ্যে গর্ভবতী এক নারীসহ বাস্তুচ্যুত তিন নারীও আছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে রাজ্যের শ্যাডাও শহরে জান্তা সৈন্যরা তাদের হত্যা করেছে।

বৃহস্পতিবার রাজ্যের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি আর্মির (কেএ) বরাত দিয়ে থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।’

এতে বলা হয়েছে, গত রোববার শ্যাডাও শহরে সামরিক জান্তা বাহিনীর ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন ২৪৯ এর সৈন্যরা প্রবেশ করে। পরে সেখানে অভিযান চালিয়ে তিন নারী, তিন শিশু ও এক পুরুষকে গ্রেপ্তার করা হয়।

কেএ বলেছে, শ্যাডাওয়ে গ্রেপ্তার হওয়ার পরদিনই পুরুষ বন্দি পালিয়ে যান। কিন্তু একজন গর্ভবতী ও দুই প্রতিবন্ধী নারীকে হত্যা করা হয়। এ ছাড়াও ৩, ৫ ও ৭ বছর বয়সী তিন শিশুকেও হত্যা করেছে জান্তা সৈন্যরা।

পরে ওই এলাকায় সামরিক জান্তার বিরুদ্ধে কেএ ও কারেন্নি ন্যাশনালিজিট ডিফেন্স ফোর্সের যৌথ অভিযানের সময় নিহতদের মৃতদেহ পাওয়া যায়।

এক বিবৃতিতে কেএ বলেছে, জান্তার হত্যাকাণ্ডের শিকার নারীরা শ্যাডাও শহরের বাসিন্দা। ডাও সোয়ে মেল, ডাও সোয়ে মেল, ডাও ল্য মেল এবং ডা মে মোহ নামের এই নারীদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

স্থানীয় গণমাধ্যম কান্তরাবতি টাইমস বলেছে, তাদের একজন প্রতিবেদক শহরটিতে মৃতদেহের স্তূপের মাঝে এক শিশুকে শ্বাস নিতে দেখেছেন। কিন্তু উদ্ধারকারীরা শিশুটিকে বাঁচাতে পারেননি। শিশুটির পিঠে বুলেটের বড় ক্ষত ছিল। পরে শিশুটি মারা যায়।

কারেন্নি আর্মির অ্যাডজুট্যান্ট-জেনারেল কর্নেল ফোন নাইং বলেন, জান্তা সৈন্যরা যে ছয়জনকে হত্যা করেছে তাদের শ্যাডাও শহরে জোরপূর্বক পাঠিয়েছিল প্রশাসন। মিয়ানমার জান্তা বাহিনী ও কারেন্নি প্রতিরোধ বাহিনীর মধ্যে সংঘর্ষের পর তাদের শহরটিতে পাঠানো হয়।

প্রতিরোধ বাহিনী নিহত বেসামরিক লোকজনকে কবর দিয়েছে। একই সঙ্গে তাদের হত্যাকারী জান্তা সৈন্যদের খুঁজছে কারেন্নি আর্মি খুঁজছে বলে জানিয়েছেন কর্নেল ফোন নাইং। তিনি বলেছেন, শ্যাডাওয়ে সংঘর্ষের সময় জান্তা সৈন্যদের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে কারেন্নি যোদ্ধারা।’

মিয়ানমারের স্থানীয় মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জান্তার বিমান হামলায় অন্তত ২০ শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে কারেন্নি রাজ্যের ডেমোসো শহরের একটি স্কুলে জান্তার বিমান হামলায় নিহত চার শিশুও রয়েছে।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে জান্তা সৈন্যরা দেশটিতে অন্তত ৫৭৮ শিশুকে হত্যা করেছে। একই সময়ে জান্তার হাতে নিহত নারীর সংখ্যা ৭৫৪ জনে পৌঁছেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগেরএকটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত

২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার পতনের পর দলীয় ব্যানারে রাজধানীতে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে জামায়েতে ইসলামী। আগামী ২৮ অক্টোবর সোমবার বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী

আমি লজ্জিত, এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম: কুবি ছাত্রলীগনেত্রী

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি’) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সন্দেহে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার নিন্দা জানিয়ে পদত্যাগ করেছেন ছাত্রলীগনেত্রী নুসরাত জাহান সৌরভী। সোমবার রাত

ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে দুশ্চিন্তায় উপকূলের মানুষ

সাতক্ষীরা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে সাতক্ষীরায় আজ সকাল থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। এতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সাতক্ষীরা

ওভারটেক করতে গিয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন’) বেলা ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে

‘অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি’) আইন বিভাগের