নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরের জেরে ব্যাপক আলোচনার পর অবশেষে পরিষ্কার হলো, ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিভিন্ন পোস্টে দাবি করা হয়—তিনি নাকি জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। তবে দলটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।
তিনি আরও আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থীতা নিয়ে ভুয়া তথ্য প্রচার না করতে এবং এসব গুজবে বিভ্রান্ত না হতে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুপুর থেকেই আজহারিকে অভিনন্দন জানিয়ে পোস্টের বন্যা দেখা যায়। অনেকেই অনানুষ্ঠানিক সূত্র ধরে নিয়েছিলেন যে তিনি এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী। তবে দলটির ব্যাখ্যায় স্পষ্ট হয়েছে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
ঢাকা-৫ আসনটি রাজনৈতিকভাবে সবসময়ই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী দেয়ার বিষয়ে জামায়াতের নীতিনির্ধারকেরা পুনর্বিবেচনা করছেন বলে জানা গেছে। ইতোমধ্যে কামাল হোসেন নামের একজন নেতা জামায়াতের হয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.