ডেস্ক রিপোর্ট: খুলনায় মিছিল বের করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু এগোতে পারলো না স্থানীয়দের বাধায়। তারা ধরে ফেলে মিছিলকারীদের। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।
বুধবার (৪ জুন) দুপুরে নগরীর নিজখামার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, ১৩ জনকে তাদের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, দুপুরে কিছু নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করে। এ সময় তারা ধাওয়া দেয়। ঘটনাস্থল থেকে তারা আটকাতে পারে ১৩ জনকে। কয়েকজন পালিয়ে যায়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
স্থানীয়দের মারধরে একজন আহত হয়েছে বলে জানায় পুলিশ। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নেয়া হয়েছে লবণচরা থানায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
আটক আওয়ামী লীগ কর্মীরা খুলনার ডুমুরিয়ার চুকনগর, খরনিয়া এবং রূপসাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.