মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সচিবালয়ে ৫ সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক: শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাতের জন্য সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত ১৭তম শিক্ষক নিবন্ধনধারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। আজ রবিবার দুপুরে পুলিশের মধ্যস্থতায় তারা ভেতরে যান।

এর আগে আজ দুপুর দেড়টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয়ের দিকে বিক্ষোভ মিছিল শুরু করলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘ওনাদের মধ্যে আমরা পাঁচজনকে সচিবালয় পাঠিয়েছি, যেন তারা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কথা বলে বিষয়গুলো আপডেট নিয়ে আসে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। আন্দোলনকারীরা প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। কিন্তু হঠাৎ তারা সচিবালয়ের দিকে রওনা হলে আমরা বাধা দিই এবং পরিস্থিতি সমাধানে আলোচনার পথ খুলি। তখন পাঁচজনকে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়।’

আন্দোলনকারীদের ভাষ্যমতে, প্রতিনিধিদলের সদস্যরা এনটিআরসিএ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চান। তারা ১৭তম ব্যাচের সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো:

১. ১৭তম ব্যাচের নিবন্ধিত প্রার্থীদের জন্য আপিল বিভাগের রায় অনুসারে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে অন্তত একবার আবেদন করার সুযোগ দিতে হবে।

২. ১৭তম ব্যাচের বিষয় নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখতে হবে।

৩. আইন ও বিচার মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র সুপারিশ অনুযায়ী দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায়: বিএমএসএফ

ঠিকানা টিভি ডট প্রেস: সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে বাধা কোথায় তা জানতে চেয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। রবিবার ১২

বাজেটকে গতানুগতিক বলছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দল

স্টাফ রিপোর্টার: আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটকে অনেকটা গতানুগতিক বলে আখ্যায়িত করেছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল। এতে জুলাই

মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধবিমান ও জাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সম্ভাব্য হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৮ জুন) যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা রয়টার্সকে এ

ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিটিআরসি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা

অনলাইন ডেস্ক: ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় তার নাম ঘোষণা করা হয়।

নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত জানানোর আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।