মা-মেয়েকে পিষে দিল ট্রাক, সিসিটিভি ফুটেজে রোমহর্ষক সেই দৃশ্য

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় ৭ মাসের শিশুসহ মায়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া মুক্তারপুর সড়কের বণিক্য পাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশায় করে দুই মেয়েকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জ সদর থেকে বাড়ি ফিরছিলেন। নিহত লিপি বেগম (৩৫) ও তার ৭ মাস বয়সী মেয়ে আলিশা।

মাঝপথে শাহ্ সিমেন্টের মালামাল বোঝাই দ্রুতগতির একটি ট্রাক ব্যাটারিচালিত অটোরিকশাটিকে সামনের দিকে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে যায় লিপি ও আলিশা। এ সময় ট্রাকচালক কিছুক্ষণের জন্য ট্রাকটি থামালেও পরে আবার মা ও শিশুকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় দুজনের। তবে এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন নিহতের বড় মেয়ে মারিয়া আক্তার (১২) ও অটোরিকশাচালক শাওন মিয়া (২৯)।

নিহতের বড় মেয়ে মারিয়া আক্তারের অভিযোগ, অভিযুক্ত ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে অটোরিকশাটিকে ধাক্কা দেয়ার পরে তার মা ও বোনকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিকে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অটোরিকশাটিকে ধাক্কা দেয়ার পরে সিমেন্টবোঝাই ট্রাকটি দাঁড়ালেও কিছুক্ষণের মধ্যেই দুজনকে চাপা দিয়ে চলে যায়। এরপর বিক্ষুব্ধ এলাকাবাসী ভাঙচুর চালায় ট্রাকটিতে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত লিপি বেগম (৩৫) ও শিশু আলিশা সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামের স্থানীয় বাসিন্দা জসিম ঢালীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলার অফিসার ইনচার্জ (ওসি’) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে ট্রাকটি সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ট্রাকচালক তুহিন মল্লিককে আটক করেছে পুলিশ। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে নিহতদের পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাতে কমিটি ঘোষণা, সকালেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ২৮ জনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা একদিনের মধ্যেই ২৮ জন পদত্যাগ করেছেন। একইসঙ্গে কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ

শিয়ালকোল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নারীর ওপর সহিংসতা-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলাম: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে দেশব্যাপী নারীদের ওপর সহিংসতা,

যুক্তরাষ্ট্রে বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৯ জন প্রাণ হারিয়েছেন। মূলত প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা

‘তিনতলা থেকে নিচে পড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী’

ঠিকানা টিভি ডট প্রেস: প্রশাসনিক ভবনের (রেজিস্ট্রার বিল্ডিং) তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। তাকে উদ্বার করে নগরীর শেরে বাংলা মেডিকেল

লেবাননজুড়ে ইসরায়েলি সিরিজ বিমান হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি শহর ও অঞ্চলে ধারাবাহিক বিমান

মর্টারশেলের বিকট বিস্ফোরণে কাঁপছে টেকনাফ

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ পৌরসভা সীমান্তের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। ইতিমধ্যে মিয়ানমারের রাখাইনে অনেক