মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দুই আ’লীগ নেতার সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক: ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে সংঘর্ষ, আহত ২৫, সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি’) বিকেলে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ উভয় পক্ষের ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের আরেক আওয়ামী লীগ নেতা ইজাজ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের ফুটবল খেলার মাঠে সংঘর্ষে লিপ্ত হয়।

এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুরুতর আহতরা হলেন, আব্দুল ওয়াকিদ (৫০), আলী হোসেন (৪০), হালিম মিয়া (৩৫), আব্দুল হাদি (৪০) ও শাহিন মিয়া (৪৮)

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ বলেন, গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) আমিনুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রাথমিকভাবে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজশাহীতে অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের প্রতিনিধি বাছাই

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: চলছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ১৯তম এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড-এর প্রাথমিক বাছাইপর্ব। বিভিন্ন বিভাগ ও জেলায় জেলায় ঘুরে জাতীয় প্রতিযোগীদের বাছাই

টাঙ্গাইলের করটিয়া বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান পুড়ে ছাই 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সদর উপজেলার বাণিজ্যিক এলাকা করটিয়া বাজারে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে

এই দেশে আমরা কেউ সংখ্যালঘু না, আমরা সবাই বাংলাদেশী: উপদেষ্টা ড.আসিফ নজরুল

সিরাজগঞ্জ প্রতিনিধি: অন্তর্বতীকালিন সরকারের আইন, বিচার, সংসদ ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড.আসিফ নজরুল বলেছেন, এই দেশে আমরা কেউ সংখ্যালঘু না, সংখ্যাগুরু না, আমরা সবাই বাংলাদেশী

সিরাজগঞ্জে বঙ্গামাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালন 

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সিরাজগঞ্জের সকল সরকারি-বেসরকারি

রাজশাহীতে বৈষম্যমুক্ত নগরের দাবিতে আলোচনা সভা 

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে যুব নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক সচেতন নাগরিকগণের অংশগ্রহণমূলক বৈঠকে একটি বৈষম্যমুক্ত নগর নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিগারেট ছাড়ার ৭ সহজ উপায়

একবার বিড়ি-সিগারেটের নেশায় পড়লে তা থেকে পাকাপাকিভাবে নিজেকে সরিয়ে আনা মোটেই সহজ নয়। সিগারেট যে কতটা ক্ষতিকর তা এখন ইন্টারনেটের দৌলতে ছোট বাচ্চাও জানে। কিন্তু