অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ১৫০ বাংলাদেশিসহ ৮৯৮ অনিবন্ধিত অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে সেলাঙ্গার প্রদেশের পুলাউ ইন্ডাহ শিল্পাঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। রাত সাড়ে ৯টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা ধরে চলা অভিযানে শতাধিক দোকান ও বাণিজ্যিক ভবনে তল্লাশি চালানো হয়।
সেলাঙ্গার অভিবাসন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামরুদ্দিন জানান, চার মাসের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। এতে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি রয়েল মালয়েশিয়ান পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, ক্লাং রয়েল সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ কর্মকর্তা অংশ নেন।
অভিযানে ১ হাজার ১৩২ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ নথিপত্র না থাকায় ৮৯৮ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬৪৩ জন ইন্দোনেশিয়ার, ১৫০ জন বাংলাদেশের, ৩৫ জন পাকিস্তানের, ৩৬ জন মিয়ানমারের, ২৪ জন নেপালের এবং ১০ জন ভারতের নাগরিক। তাদের মধ্যে ৬৪৩ জন পুরুষ ও ১৯ জন নারী। তবে আটককৃত নারী অভিবাসীদের মধ্যে বাংলাদেশি কেউ আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
আটক ব্যক্তিদের সেলাঙ্গার অফিসে রাখা হয়েছে এবং যাচাই শেষে সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হবে। এ সময় কর্মকর্তারা সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়া থেকে নিয়োগকর্তাদের বিরত থাকতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.