অনলাইন ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও ২-এ মোট ১৯৮ জন বিদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে অভিযোগ—পর্যাপ্ত তহবিলের অভাব, আবাসন সংক্রান্ত কোনো প্রমাণপত্র না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট করতে না পারা।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)-এর মহাপরিচালক দাতুক সেরি মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, আটক ব্যক্তিদের ‘নট টু ল্যান্ড’ নীতির আওতায় ফেরত পাঠানো হবে। এ দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো পালন করবে।
বৃহস্পতিবার টার্মিনাল ১-এ আটক ১২৮ জনের মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। বাকিরা হলেন পাকিস্তানের দুই, ইন্দোনেশিয়ার দুই ও একজন সিরিয়ার নাগরিক।
অন্যদিকে টার্মিনাল ২-এ আটক ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দুইজন ভিয়েতনামি রয়েছেন।
মোহাম্মদ শুহাইলি আরও বলেন, মালয়েশিয়াকে অবৈধ অভিবাসনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের চেষ্টা প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১১ জুলাই কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ভ্রমণ ভিসায় আসা আরও ৯৬ জন বাংলাদেশিকে অভিবাসন শর্ত না মানায় দেশে ফেরত পাঠানো হয়েছিল।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.