নিজস্ব প্রতিবেদক: মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১১ জন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলার একটি টিম যাত্রা করে। বেলা ১১টার দিকে টাঙ্গাঈলেরর ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১৩ জন যাত্রী গুরুতর আহত হন।'
স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ‘সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতদের কয়েকজন জামালপুর হাসপাতালে ভর্তি আছে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.