মামলায় সাক্ষি থাকায় বাঁশখালীতে শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলা, আহত ২

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বলে মেজ ভাইয়ের স্ত্রীর করা ভূমি আইনের মামলায় সাক্ষিতে নাম থাকায় এক শিক্ষক ও তার মাদরাসায় পড়ুয়া ছেলের উপর হত্যার উদ্দ্যেশ্যে অতর্কিত হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত হামলাকারীরা হলেন চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল চরতিয়া পাড়া ২ নম্বর ওয়ার্ডের মছন আলীর পুত্র জোস মোহাম্মদ (২৮), দিদারুল ইসলাম (২৫), রিদুয়ানুল ইসলাম (২০), নুর মোহাম্মদ (৩৫) ও মৃত হাছন আলীর পুত্র মো. ফোরকান (৪০), রবিউল আলম (২৮), আব্দুর রহমান (৩৪)।

এ ঘটনায় গুরুতর জখমপ্রাপ্ত একই এলাকার মাষ্টার আজিজুল হক (৪৫) ও নবম শ্রেণিতে মাদরাসায় পড়ুয়া তার ছেলে আব্দুল্লাহ্ মো. মাহিদ (১৬) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল সিকদার দোকানের আজিজ সাও এর চায়ের দোকানে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান মাষ্টার আজিজুল হক।

এ বিষয়ে আহত মাষ্টার আজিজুল হক বলেন, ‘শুক্রবার রাতে পূর্ব থেকে উঁৎপেতে থাকা ওই সন্ত্রাসীরা আমাকে সিএনজি থেকে নামতে দেখে দৌঁড়ালে আমি স্থানীয় এক চায়ের দোকানে ডুকে পড়ি। সংঘবদ্ধ ও সন্ত্রাসীরা দোকানের কাচের গ্লাস ভেঙ্গে আমার বাম চোখে ডুকিয়ে দেয়। লোহার রড ও লাঠি দিয়ে আমাকে শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখক করে। অজ্ঞান অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক চমেক প্রেরণ করে। আমার চোখের উপর-নিচে ২৫টি ছেলায়ই হয়েছে। বর্তমানে আমি চিকিৎসাধিন আছি। আমার ছেলের মাথায় ৬টি ছেলাই হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ‘রাতে শিক্ষকের ওপর হামলার ঘটনাটি শুনেছি। সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

উল্লেখ্য, আহত মাষ্টার আজিজুল হকের মেজ ভাইয়ের স্ত্রী আয়েশা সিদ্দিকা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ভূমি আইনে মামলা দায়ের করলে ওই মামলায় আজিজুল হক ও তার ছেলে সাক্ষি থাকায় বহুবার তাকে মেরে ফেলার হুমকী-ধমকি দিয়ে আসছে। এ ঘটনায় আজিজুল হক থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশি তদন্তে নন জিআর মামলা হয় আসামীদের বিরুদ্ধে। এর পর ক্ষিপ্ত হয়ে ঘটনার আগের দিন রাতে অভিযুক্ত আসামীরা তার বাড়িতে গিয়ে ইট-পাটকেল মেরে তাকে বের হতে বলে। ওইদিন সকাল থেকে তারা তাকে পাহারা দেয়। ঘটনার দিন জুম’আর নামায শেষে বাড়িতে ফিরলে তাকে গুরুতর জখম করে ও তার ছেলেকে লোহার রড দিয়ে আঘাত করে। এর পর তারা রাতে আবার সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মসজিদ থেকে লাশের খাটিয়া আনতে গিয়ে প্রাণ হারালেন ৩ জন

ঠিকানা টিভি ডট প্রেস: নড়াইলের লোহাগড়া পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের সামনে (গুচ্ছ গ্রাম) মাইটকুমড়া এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত

ঘর থেকে তুলে নিয়ে মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের একটি দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২০ অক্টোবর রাতে

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত মহানগরী ও জেলা কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এই কমিটিকে ৩ দিনের মধ্যে বাতিলের আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী

ঘন কুয়াশায় বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঘন কুয়াশা ও দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল

হঠাৎ রাজনীতিতে উত্তাল, জনমনে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই-প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বক্তব্যের পক্ষে-বিপক্ষে বিভিন্ন দল

ভাড়া বাসায় নারীসহ আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: রংপুরে বাসা ভাড়া নিয়ে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি’) রাত ২টায় নগরীর সরদারপাড়া থেকে