আল আমিন স্বাধীন মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পান খাওয়ানোর প্রলোভন দিয়ে ৫বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি বর্তমানে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বৃদ্ধের নাম আতাউর রহমান চেকু (৫৫)। তিনি উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গাড়ীক্ষেত্র গ্রামের বাসিন্দা।
শিশুটির মা জানান, ‘সোমবার সন্ধ্যার আগে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। এ সময় প্রতিবেশি শিশুদের সঙ্গে আমার মেয়ে খেলা করছিল। সেখান থেকে পান খাওয়ানোর প্রলোভন দিয়ে প্রতিবেশি আতাউর রহমান চেকু মেয়েকে তার বাড়িতে নিয়ে যায়।’
ভিকটিম শিশুটির মা আরও বলেন, ‘ঘটনার সময় অভিযুক্ত আতাউর রহমান চেকুর বাড়িতে কেউ ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে চেকু আমার শিশু মেয়েকে ধর্ষণ করে বাড়ি পাঠিয়ে দেয়। এরপর আমার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে সব ঘটনার বর্ণনা দেয়। পরে মেয়েকে মান্দা হাসপাতালে ভর্তি করে দিই।’
এ বিষয়ে অভিযুক্ত আতাউর রহমান চেকু ঘটনায় সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার ভুল ও অন্যায় হয়েছে। আমাকে মাফ করে দেন।’
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ ঘটনার শিশুটির মা মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.