নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঠিকানায় পুলিশ খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় মামলার অপর আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
গত ১ জুন জুলাই-আগস্টের গণহত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা। এ ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।
গত ১২ মে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তাতে শেখ হাসিনাকে ‘জুলাই গণহত্যা’র নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করতে।
২০২৩ সালের ১৭ ডিসেম্বর আরেক আদেশে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়।
আলোচিত এ মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিযুক্তদের হাজির হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিল ট্রাইব্যুনাল।
সূত্র: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউশন দপ্তর।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.