মানবতাবিরোধী অপরাধ মামলা: হাসিনা-কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঠিকানায় পুলিশ খুঁজে না পাওয়ায় তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৬ জুন) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এ সময় মামলার অপর আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গত ১ জুন জুলাই-আগস্টের গণহত্যা সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা। এ ঘটনায় প্রায় দেড় হাজার মানুষ নিহত হন বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে।

গত ১২ মে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। তাতে শেখ হাসিনাকে ‘জুলাই গণহত্যা’র নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা হয়। এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছিল ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করতে।

২০২৩ সালের ১৭ ডিসেম্বর আরেক আদেশে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলার তদন্ত দুই মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়।

আলোচিত এ মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে অভিযুক্তদের হাজির হওয়ার সুযোগ দিতে নির্দেশ দিল ট্রাইব্যুনাল।

সূত্র: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউশন দপ্তর।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে।

সিরাজগঞ্জে পরীক্ষা শুরুর ২০ মিনিটের মধ্যেই, ‘আমাদের চৌহালী গ্রুপ এসএসসির প্রশ্নপত্র ফাঁস

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহের ঘটনা ঘটেছে। কেন্দ্রের বেড়া টপকে জানালা দিয়ে অনেককেই নকল

নিউ মার্কেটে ১১০০ সামুরাই ছুরি ও চাপাতি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নিউ মার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে মজুত প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই ছুরি

রায়গঞ্জে সেশনচার্জের অর্থে শিক্ষকদের ভুড়িভোজ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবর্নগাঁতী উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি ফি ও সেশন চার্জ আদায়ের অর্থ দিয়ে শিক্ষকদের ভুড়িভোজের অভিযোগ উঠেছে। উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সুবর্নগাঁতী

পলাতক ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে সাড়া দিচ্ছে না ইন্টারপোল

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ডিআইজি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের ৮৭ পুলিশ কর্মকর্তা। তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ

এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় অগ্নীকান্ড, লুঠপাট ও দিনদুপুরে পিটিয়ে মর্মান্তিকভাবে ১৫ পুলিশ হত্যাকান্ডের মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে যৌথ বাহিনীর হাতে