ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নিজ কিশোরী মেয়েকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগে বাবা শামীম বেপারী (৩৩) গ্রেপ্তার হয়েছেন।
র্যাব-১০ এর সহযোগিতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে তাকে আটক করে সদরপুর থানা পুলিশ।
ঘটনাটি ঘটে গত ৭ নভেম্বর সন্ধ্যায় চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর এলাকায়। অভিযুক্ত শামীম বেপারী স্থানীয় শাহজাহান বেপারীর ছেলে। ভুক্তভোগী আল-ইহসান ইসলামিয়া মহিলা মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী।,
পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মা সিজারিয়ান অস্ত্রোপচারের কারণে বাবার বাড়িতে ছিলেন। এ সুযোগে বিকেল ৫টার দিকে মেয়েকে মাদ্রাসায় নেওয়ার কথা বলে শামীম রিকশায় করে বের হন। পরে পাশের গ্রামের আফসার কাজীর বাগানসংলগ্ন নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে কিশোরীকে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি আড়াল করতে মেয়েকে মাদ্রাসায় রেখে পালিয়ে যান।
ভুক্তভোগীর খালা শাবানা আক্তার বলেন, মাদ্রাসায় থাকাকালীন আমার ভাগ্নি কান্না করতে করতে ফোনে সব জানায়। খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে তাকে উদ্ধার করি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, ৮ নভেম্বর কিশোরীর মামা ছাত্তার খান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার রাতে শামীমকে গ্রেপ্তার করে। বুধবার (২৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.