মাদারীপুরে কাওয়ালি আসরে হামলা,আহত ৪ রিপনচন্দ্র ম‌ল্লিক,মাদারীপুর

ঠিকানা টিভি ডট প্রেস: মাদারীপুরে বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আ‌য়োজ‌নে কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৪ জন। রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। হামলার পর পুরো আসরটি পণ্ড হয়ে যায়।

আহতদের ৩ জন‌কে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

আহতরা হলো-মাদারীপুর সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ (২২), হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর তামিম আশিক (২৩), দ্বাদশ শ্রেণির ইসতিয়ার আহম্মেদ (২০) ও শিক্ষার্থী কা‌নিজ ফা‌তেমা সাথী (২১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মাদারীপু‌রের বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের এক‌টি অংশ সর্বস্ত‌রের ছাত্র-জনতার ব্যানারে কাওয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জুবায়ের আহম্মেদ নাফির নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। একপর্যায়ে নিয়ামত উল্লাহ নামে এক শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা শাবাব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের সমবোঝায় অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। পরে প্রশাসনের লোকজন চলে গেলে আবারও শিক্ষার্থী‌দের ওপ‌রে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে আহত হয় আরও তিন শিক্ষার্থী।

হামলার পর পুরো অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজন ও আহত শিক্ষার্থীরা।

আহত গ্রু‌পের শিক্ষার্থী মি‌থিলা ফারজানা ব‌লেন,সারা দে‌শের বি‌ভিন্ন স্থানে কাওয়া‌লি সংগীত হওয়ায় আমরা মাদারীপু‌রে ছাত্র-জনতার উদ্যোগে কাওয়ালি গা‌নের অনুষ্ঠা‌নের আ‌য়োজন ক‌রে‌ছি। সেখা‌নে অত‌র্কিতভা‌বে এক‌টি গ্রুপ হামলা চালি‌য়ে আমা‌দের ভাইদের আহত ক‌রে। আমরা এই ঘটনার বিচার চাই।’

আর জোবা‌য়ের হো‌সেন না‌ফির গ্রু‌পের শিক্ষার্থী দিহান ব‌লেন, ‘যারা কাওয়ালি অনুষ্ঠান আ‌য়োজন ক‌রে‌ছে তারা ভুয়া। এখ‌নো যেখা‌নে আমা‌দের ভাইদের রক্তের দাগ শুকায়‌নি, সেখা‌নে তারা নাচ-গা‌নের আসর ব‌সি‌য়ে‌ছে। এটা মে‌নে নেওয়া যায় না।’

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) এএইচএম সালাউদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় দুপক্ষকে বুঝিয়ে মীমাংসার চেষ্টা করে পুলিশ। এরপর পরিস্থিতি শান্ত হলেও দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাশ্মীরে হামলা নিয়ে মোদির বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন ভারতীয় নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানকে অভিযুক্ত করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও জোরালোভাবে চলছে পাকিস্তানবিরোধী প্রচারণা। তবে এ নিয়ে ভারতের সাধারণ

ইসরায়েলের তেলআবিবে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ: আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের অভ্যন্তরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরাইলের তেলআবিব ও আশদোদ নৌ ঘাঁটিতে ৩৪০টি ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছে তারা।

টাঙ্গাইলে ১৫০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার’

জহুরুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় সোমবার(২৯ জানুয়ারি) চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে বিক্রি নিষিদ্ধ ১৫০ বোতল ফেনসিডিল ও একটি

ইসরায়েলি আগ্রাসনে গাজায় ১৩৬ সাংবাদিক নিহত’

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরূদ্ধ ভূখণ্ড গাজায় গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৩৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। শনিবার গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে

গোয়ালন্দে বাসচাপায় সাইকেল চালক নিহত 

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজে গোল্ডেন লাইন পরিবহনের বাসচাপায় মো. আকবর মল্লিক (৬০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।

কাজিপুরে ধর্ষণের অভিযোগে অফিস সহকারি গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপরে এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে সোনামুখী সরকারি বঙ্গবন্ধু কলেজের অফিস সহকারী খোরশেদ আলম (৪৪) এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।