মাঝ আকাশে ঘুমিয়ে পড়েন দুই পাইলট, এরপর….

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজের দুই পাইলট মাঝ আকাশে ঘুমিয়ে পড়ার পর বাটিক এয়ারের বিরুদ্ধে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় বিমান সংস্থা।

উড়োজাহাজের যাত্রী ও ক্রু মিলিয়ে ১৫৩ জন ছিলেন। ককপিটে ছিলেন দুজন পাইলট। কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থায় দুজনই ঘুমিয়ে যান। এক কিংবা দুই মিনিট নয়, তারা ২৮ মিনিট ঘুমিয়েছেন। এ জন্য দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

গত ২৫ জানুয়ারি ইন্দোনেশিয়ায় এ ঘটনা ঘটেছে। দেশটির অভ্যন্তরীণ পথে চলাচলকারী বাতিক এয়ারের একটি এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজে। উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সুলাওয়েসি থেকে যাত্রী নিয়ে রাজধানী জাকার্তায় যাচ্ছিল।

যদিও শেষ পর্যন্ত বড় কোনো বিপদ হয়নি। আরোহীরা সবাই নিরাপদে আছেন। জাকার্তায় নিরাপদে অবতরণ করেছে উড়োজাহাজটি।

উড়োজাহাজটির ৩২ বছর বয়সী পাইলট জানান, উড্ডয়নের আধা ঘণ্টা পর সহ-পাইলট উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন। ওই সময় তাঁর (পাইলট’) বিশ্রামের প্রয়োজন ছিল। তিনি বিশ্রাম নিতে চাইলে ২৮ বছর বয়সী সহ-পাইলট তাতে রাজিও হন। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাইলট ঘুমিয়ে গেলে সহ-পাইলটেরও ঘুম পেয়ে যায়। সহ-পাইলট জানিয়েছেন, মাসখানেক আগে তাঁর স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছেন। বাড়িতে বাচ্চাদের পেছনে অনেকটা সময় ও শ্রম দিতে হয়। এসব কারণে তিনিও বেশ ক্লান্ত ছিলেন।

জাকার্তার এয়ার ট্রাফিকের নিয়ন্ত্রণকক্ষ থেকে উড়োজাহাজটির ককপিটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু ঘুমিয়ে থাকায় দুজন পাইলটের কেউই সাড়া দিতে পারেননি। পরে তাঁদের ঘুমানোর বিষয়টি জানাজানি হয়ে যায়।

এরপর পাইলটের আগে ঘুম ভাঙে। তিনি বুঝতে পারেন কো-পাইলটও ঘুমিয়ে রয়েছেন। তিনি উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেন। নিয়ন্ত্রণকক্ষ থেকে যোগাযোগ করা হলে তাতে সাড়া দেন। জাকার্তায় নিরাপদে উড়োজাহাজটি অবতরণ করান।

যাত্রা শুরুর আগে দুজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তাঁদের রক্তচাপ ও হৃৎপিণ্ডের স্পন্দন স্বাভাবিক ছিল। এমনকি মাদক পরীক্ষায় তাঁরা দুজন উত্তীর্ণ হয়েছিলেন।

ঘটনাটির জন্য বাতিক এয়ার কর্তৃপক্ষকে ভর্ৎসনা করেছেন ইন্দোনেশিয়ার এয়ার পরিবহন বিভাগের প্রধান এম কৃষ্টি এনদাহ মুরনি। তিনি বলেছেন, নিজেদের ক্রুদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে বাতিক এয়ারের আরও মনোযোগী হওয়া দরকার।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে লবণ মাঠেই ইটের ভাটা! জলকদরের মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ  #পোড়ানো হচ্ছে বনের কাঠ, জলকদরের মাটি দিয়ে তৈরি হচ্ছে ইট। #ভাটার ত্রি-সীমানায় কয়েক হাজার লোকের বসবাস, মিলেছে পরিবেশ অধিদপ্তরের

যারা একটু আবেগি, প্লিজ এই লেখাটি পড়বেন না । প্রচলিত পন্থায় দান করলে ধনী-গরীবের পার্থক্যটা স্পষ্ট হয় মাত্র, ব্যাবধান কমে না

সাইদ হাফিজ এক সময় চিনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। মানুষ দু‘বেলা দু‘মুঠো খেতে পারতো না। অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়েছিলো যে, ক্ষুধার জ্বালা সহ্য

স্বাস্থ্যকর পানীয়র’ তালিকা থেকে বাদ পড়ল হরলিক্স

ঠিকানা টিভি ডট প্রেস: কয়েকদিন আগেই ভারতে ‘স্বাস্থ্যকর পানীয়র’ তালিকা থেকে বাদ পড়েছিল ‘বোর্নভিটা’। সব ই-কমার্স সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছিল, ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগে বোর্নভিটা না

মাদক সেবনের সময় আটক ছাত্রদল নেতাসহ ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা মাদক সেবনের সময় পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পিসহ সাতজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)। সন্ধ্যায় জেলা শহরের নতুন জেলখানা

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ২১১ জন কাঙ্খিত সেবা না পেয়ে হাসপাতাল ছাড়ছে রোগীরা

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কিন্তু সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেট

বাংলাদেশের উদাহরণ টেনে যা বললেন ভারতের প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাংলাদেশের উদাহরণ টানলেন দেশটির প্রধান বিচারপতি ধনঞ্জয়া ইশান্ত চন্দ্রচূড়। বৃহস্পতিবার (১৫ আগস্ট)