
মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা বাজার বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে শরিফুল ইসলাম (৩২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
এলাকাবাসী জানায়, বেরইল পলিতা ইউনয়নের বর্তমান মেম্বর রাজা মিয়া ও অপর মেম্বর আকবর হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার দুপুরে বেরইল বাজার বাসস্ট্যান্ডে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় আকবর মেম্বরের ছেলে শরিফুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় দু’পক্ষে কমপক্ষে আরও ১০ জন। খরব পেয়ে পুলশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) আইয়ুব আলী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বর্তমানে তিনিসহ ঘটনাস্থলে যৌথবাহিনী অবস্থান করছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। হত্যাসহ সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’