মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পতনের হুঁশিয়ারি জুবায়েরপন্থিদের

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমা সামনে রেখে তাবলীগ জামাতের একপক্ষের আমির মাওলানা সাদ ও তার অনুসারীদের বাংলাদেশে আসতে দেওয়া হলে অন্তর্বর্তী সরকারের পতন ঘটনানোর হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগের অপরপক্ষ। আজ মঙ্গলবার (৫ নভেম্বর)। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন থেকে এ হুঁশিয়ারি দেন তাবলীগ জামায়াতের ‘সাদবিরোধী’ পক্ষের নেতারা।

সম্মেলনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘ইজতেমা ঘিরে ‘স্বঘোষিত আমির’ সাদ ও তার অনুসারীরা বিশৃঙ্খলা করার পরিকল্পনা নিয়েছে। আমরা এটি হতে দেব না। তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। মনে রাখবেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে বহু ওলামায়ে কেরাম শহিদ হয়েছেন। আমরা শাপলা চত্বরসহ আওয়ামী জালিম সরকারের বহু নির্যাতনের শিকার হয়েছি।’

এর আগে ভোরেই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। সম্মেলনে যোগ দেওয়া জন্য ফজরের নামাজের পরপরই সেখানে আলেম-ওলামা ও মুসল্লি জমায়েত হন।

সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত দাওয়াত-তাবলিগ, মাদারেসে কওমিয়া ও দ্বীনের হেফাজতের উদ্দেশে সম্মেলন অনুষ্ঠিত হয়।

গত রোববার এক বিবৃতিতে জানানো হয়েছিল, ওলামা-মাশায়েখ বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকাল নয়টায় ইসলামি মহাসম্মেলন হবে। এতে ওলামা-মাশায়েখ ও জনতাকে যোগ দিতে আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, মাওলানা সাদ কান্ধলভির বেশকিছু বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপর নানা অসন্তোষের সত্ত্বেও ২০১৮ সালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসেন তিনি। তখন এ নিয়ে বাংলাদেশে নানা তর্ক-বিতর্ক তৈরি হয়। মাওলানা সাদকে কোনোভাবেই ইজতেমায় অংশগ্রহনের সুযোগ দেয়া যাবে না বলে দাবি জানান ওলামায়ে কেরাম।

এসব দাবির মুখে ইজতেমায় অংশগ্রহণ না করেই কাকরাইল মসজিদ থেকে ভারতে চলে যান তিনি। এরপর থেকে তাকে আর বিশ্ব ইজতেমায় উপস্থিত হতে দেখা যায়নি। যদিও প্রতিবার তাকে ইজতেমায় উপস্থিত করতে চেষ্টার কমতি রাখেন না তার অনুসারীরা। মাওলানা সাদকে ঘিরে বিরোধের কারণে ২০১৮ সাল থেকে আলাদাভাবে দুই পক্ষ তিন দিন করে ইজতেমার আয়োজন করা শুরু করে।

প্রায় এক শতাব্দি আগে মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি (রাহ.)-এর মাধ্যমে প্রচলিত দাওয়াত তাবলীগের সঙ্গে পরিচয় হয় মুসলমানদের। মহান এ জামাতের মেহনতের মাধ্যমে বহু পথভোলা, অন্ধকার পথের যাত্রী আলোর পথে ফিরে আসে। দাওয়াত ও তাবলীগ মুসলিম ও অমুসলিম সব দেশে সমান তালে কাজ করে যাচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন, না নেতৃত্ব ছাড়বেন ফখরুল’

নিজস্ব প্রতিবেদক: গতকাল সোমবার দীর্ঘদিন পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। স্থায়ী কমিটির বৈঠকে যুক্ত হন লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াও। বৈঠকে

নাইজেরিয়ায় ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও ৬

ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

অনলাইন ডেস্ক: দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যাওয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার

ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়: প্রধানমন্ত্রী

ঠিকানা টিভি ডট প্রেস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে বিপথে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যাও বিকৃত করে দেওয়ার চেষ্টা হয়েছিল।

সড়কে শৃঙ্খলা ফেরাতে একদিনে ২১৮০ মামলা

ঠিকানা টিভি ডট প্রেস: আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক আইন অমান্য করতে শুরু করে

ভারতে পাচারকালে ২১টি সোনার বারসহ পাচারকারী আটক 

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ২৪টি স্বর্ণের বারসহ আবেদিন মিয়া নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবির-৬ ব্যাটালিয়নের সদস্যরা। বৃ্হস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ৭৫/৩-হতে আমুমানুক