জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা শিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকালে সিরাজগঞ্জ শহরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জেলা শাখার আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেলকুচি উপজেলা শাখার শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইলের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি রেজওয়ান উল্লাহ সোয়াইব, বায়তুলমাল সম্পাদক এরশাদ আলী, প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ সহ শিবিরের জেলা, উপজেলা নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.