নিজস্ব প্রতিবেদক: বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি কর্মকর্তা আরও জানান, আগামীকাল আদালতে তাকে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.