নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখিপুরে ইউনিয়ন যুবলীগ আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা।
ওই মামলায় শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে সখিপুর পৌর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে অভিযুক্ত যুবলীগ নেতা আজাদ রানাকে (৩৫) গ্রেপ্তার করে সখিপুর থানা পুলিশ। গ্রেপ্তার আজাদ রানা উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক এবং একই উপজেলার কালিয়ান গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি সানজিদা শারমিন লিমা একই উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আজাদ রানার বিরুদ্ধে টাংগাইল নারী ও শিশু আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে শুক্রবার সখিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘আদালতে ধর্ষণ মামলা হয়েছে। আদালতের নির্দেশ থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ওই মামলায় আজাদকে গ্রপ্তার করা হয়েছে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.