অনলাইন ডেস্ক: ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার জেরে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের হামলার প্রভাবে মস্কো থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রার অপেক্ষায় থাকা অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত ইউক্রেনের ছোড়া ২৩০টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে কেবল মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ২৭টি ড্রোন।
রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ড্রোন হামলার কারণে মস্কোর বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলে ১৩০টিরও বেশি ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করতে হয়েছে। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে বিমান চলাচল পুনরায় শুরু হয়।
এছাড়া মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল কালুগা অঞ্চলেও ইউক্রেনীয় ড্রোন হামলার প্রভাব পড়ে। সেখানে অন্তত ৪৫টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর জেরে কালুগা আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
এদিকে রাশিয়ার রাতভর বিমান হামলায় ইউক্রেনে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। অন্যদিকে রুশ ট্যুর অপারেটরদের সংগঠন ‘আটোর’ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মস্কোর বিমানবন্দরগুলো অন্তত ১০ বার সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে ইউক্রেনীয় ড্রোন হুমকির কারণে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.