মর্গের আঙ্গিনায় আর্তনাদ, দিশেহারা নিহতদের স্বজনরা’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বেইলি রোডে এক ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় নিহদের স্বজনদের আহজারিতে থমকে যাচ্ছে বেইলি রোড সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। কোথায় গেলি ও সম্পূর্ণা, ও সান, ও পপি…। এ কী হয়ে গেল আমাদের? আগুনে একটি পরিবার শেষ হয়ে গেল?’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে এভাবেই চিৎকার করছিলেন পীযূষ পোদ্দার। বেইলি রোডের একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন তার বোন পপি, ভাগনে সান রায় (১০) ও ভাগনি সম্পূর্ণা রায় (১২)

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মর্গের সামনে কথা হয় পীযূষ পোদ্দার জানা, ভাগনি সম্পূর্ণা পড়ত সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণিতে। আর সান রায় পড়ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণিতে। মা-বাবার সঙ্গে মালিবাগে থাকত তারা।

সম্পূর্ণা ও সানকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) স্কুলে নিয়ে গিয়েছিলেন মামা পীযূষ পোদ্দার। স্কুল শেষে আবার বিকেলে তাদের বাসায় নিয়ে আসেন তিনি। সম্পূর্ণা ও সান মা পপি রায়ের সঙ্গে সন্ধ্যার সময় আসে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয়।

পীযূষ পোদ্দার প্রথম আলোকে বলেন, রেস্তোরাঁয় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি সেখানে চলে যান। এসে দেখেন দাউ দাউ করে রেস্তোরাঁ জ্বলছে। কিন্তু কোথাও পপি, সম্পূর্ণ ও সানের খোঁজ পাননি। এরপর মধ্যরাতে ছুটে এসেছেন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। সম্পূর্ণা ও সানের মরদেহ খুঁজে পেয়েছেন। কিন্তু পপির কোনো খোঁজ পাচ্ছেন না।

বেইলি রোডের বহুতল ভবনের আগুনে সম্পূর্ণা, সানের মতো মৃত্যু হয়েছে ৪৩ জনের। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি’) রাত একটার পর একে একে বেইলি রোড থেকে লাশের সারি আসতে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ছুটে আসেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।

বেসরকারি একটি ব্যাংকে চাকরি করতেন মেহেরা কবির (দোলা) তার বোন মায়েশা কবির পড়তেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দুই বোন মিলে মতিঝিলে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতিঝিল থেকে তারা বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁয় খেতে আসেন। আগুনে পুড়ে এই দুই বোনও মারা গেছেন। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের বাতাস।

দুই সন্তান আয়ান (৮) ও আয়াতকে (৬) নিয়ে বেইলি রোড এলাকায় বসবাস করতেন নাজিয়া আক্তার (৩১)। তাঁর স্বামী মো. আশিক পেশায় ব্যবসায়ী। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যবসার কাজে বনানীতে যান। নাজিয়া দুই সন্তানকে নিয়ে ভবনের তৃতীয় তলার একটি রেস্তোরাঁয় খেতে যান। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি স্বামীকে ফোন দিয়ে বলেন তারা বিপদে আছেন।

নাজিয়ার আত্মীয় রিফাত হোসেন জানিয়েছেন, তিনি ঘটনার সময় ওই ভবনের সামনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ভবনটির নিচতলায় বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান। মুহূর্তের মধ্যে আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ে। পরে তৃতীয় সিঁড়ি থেকে আয়ানের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে মারা গেছেন নাজিয়া এবং আয়াতও। ঢাকা মেডিকেলের মর্গে তাদের মরদেহ রাখা হয়েছে।

মধ্যরাত থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্বজনহারাদের ভিড়। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। তাদের সান্ত্বনা দেওয়ার এতটুকু ভাষাও যেন জানা নেই কারও।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এ আর রাহমানের দাম্পত্য জীবনে এল বড় ধাক্কা

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় তিন দশকের দাম্পত্য জীবনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান ও সায়রা বানু। গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর)

মহানবীকে কটূক্তির জেরে এলাকায় থমথমে অবস্থা, স্বাভাবিক হওয়ার পর রাতে মন্দিরে ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি: পাবনার চাটমোহরে দুই মাসের মাথায় আবারও মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (১০ নভেম্বর)। রাত সাড়ে সাতটার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামে

ইসরায়েলের পাশে এবার ভারত

২০ মিনিটে পাঁচ হাজার রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাল্টা হামলা চালায় ইয়াহুদিবাদী ইসরায়েল। এতে ইসরায়েলি সেনাসহ নিহত হয়েছেন ৪৩২ স্থানীয়। এ ঘটনায় ইসরায়েলের

সাংবাদিকদের ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেব: চবির সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক: অতিরঞ্জিত সংবাদ প্রচার করলে সাংবাদিকদের মাত্র ১৫ সেকেন্ডে ফিনিশ করে দেওয়ার হুমকি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। গতকাল

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব  – ২০২৪ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কোর্ট এলাকার রাজশাহী  ক্যাথেড্রাল চার্চে, গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল হতে শত শত  গারো পরিবার অংশ নেয় গারো

সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর)। রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া