‘মন্ত্রী ছাড়া নেতাদের দাম কমছে আওয়ামী লীগে’

নিজস্ব প্রতিবেদক: সরকার এবং দলকে আলাদা করার লক্ষ্য নিয়ে গত চার মেয়াদে মন্ত্রিসভা সাজাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণেই যারা মাঠের নেতা, সংগঠনের জন্য পূর্ণকালীন সময় দেন তাদেরকে মন্ত্রিসভা থেকে পরিকল্পিত ভাবেই দূরে সরিয়ে রাখা হয়েছে। কয়েকজন মন্ত্রী আছেন, যারা সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা তাদের মাধ্যমে দল এবং সরকারের সেতুবন্ধন রচনা করা হয়েছে। কিন্তু এই প্রক্রিয়া কতটুকু সফল হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে, মন্ত্রী যদি না থাকেন একজন নেতা তাহলে তার কাছে যাওয়ার আগ্রহ কর্মীদের কম থাকে। কর্মীরা সেই নেতার কাছে গিয়ে কোন সমস্যার সমাধান পান না।

বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু থাকলেও এখন পর্যন্ত সরকার পরিচালনার কাঠামো মন্ত্রিসভা কেন্দ্রিক। সমস্ত ক্ষমতা মন্ত্রীদের হাতে। এমনকি সংসদীয় কমিটিগুলো তেমন কোন কার্যকর নয়। একজন মন্ত্রী যখন আমলাদেরকে বা ঊর্ধ্বতন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন নির্দেশনা দেন, কোন পরামর্শ দেন তখন সেটি তারা যত গুরুত্বের সঙ্গে প্রতিপালন করেন, একজন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতার পরামর্শ সেভাবে গুরুত্ব দেওয়া হয় না। তাছাড়া বিভিন্ন প্রান্তিক পর্যায়ের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, থাকে দাবিদাওয়া। কারও রাস্তাঘাট নির্মাণ, কারও স্কুলে অনুদান, কারও মাদ্রাসা নির্মাণ সহ নানা রকম স্থানীয় সমস্যা দাবিদাওয়া থাকে। অনেকে চাকরির তদবির করেন, অনেকে ব্যবসা তদবির করেন। এই সমস্ত তদবিরের নেতাদের নেতাদের ভূমিকা খুবই গৌণ হয়ে উঠেছে। নেতারা কাউকে কোন অনুরোধ করলে সেটি শোনা হয় খুবই কম এবং এই ধারা আস্তে আস্তে কমে যাচ্ছে।’

একজন মন্ত্রী যেকোন মন্ত্রণালয়ে থাকুন না কেন, তার যদি ন্যূনতম গ্রহণযোগ্যতা থাকে তাহলে তার কথা অন্যরা শোনেন। আর এ কারণেই মন্ত্রীদের গুরুত্ব এখন আস্তে আস্তে বেড়েছে। দেখা যাচ্ছে যে সমস্ত মন্ত্রীরা দলের সাংগঠনিক কাজের সঙ্গেও জড়িত এবং মন্ত্রিসভায় রয়েছেন তারা সরকারের গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। তাদের কাছে এখন নেতাকর্মীদের ভিড় বেশি। আর যারা নেতা নন কিন্তু মন্ত্রিসভার সদস্য হয়েছেন তারা কর্মীদেরকে এড়িয়ে চলার চেষ্টা করেন। আর শুধুমাত্র নেতা কিন্তু মন্ত্রী নন, এমন নেতৃত্ব আওয়ামী লীগের কর্মীদের কাছে জনপ্রিয়, তবে তাদের কাছে কোন দেন দরবার বা তদবিরে কোন লাভ হয় না এমনটি মন্তব্য করেছেন অনেকে। এখন তাই নেতাদের মধ্যেও এক ধরনের হতাশা দেখা দিয়েছে। তারাও বলতে শুরু করেছেন যে, সরকারের মন্ত্রী না হয়ে যত বড় নেতাই হন না কেন তার কর্মীদের জন্য কিছু করতে পারবেন না। নেতারা মনে করছেন যে, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিছু অনুরোধ করা হলে তারা মন্ত্রীদের কথাই শোনেন, তাদের কথা নয়। আর এ কারণেই মন্ত্রী ছাড়া যারা নেতা আছেন তাদের গুরুত্ব কমে যাচ্ছে। তাদের কাছে লোকজনের ভিড়ও কমে যাচ্ছে।’

শুধু তাই নয়, তারা সাংগঠনিক বিভিন্ন বিষয়ে যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা প্রতিপালনের হারও এখন উল্লেখযোগ্য হারে কমে যাচ্ছে। কারণ সংগঠনের কর্মীরাও এখন জানেন যে, নেতাদের কথায় কাজ হয় না। কাজেই তাদের কথা শোনে লাভ কি। আর এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে সংকট এবং অভ্যন্তরীণ কোন্দল সেটি নিরসনে শুধু যারা নেতা তারা কতটুকু কার্যকর হবেন সেই প্রশ্ন উঠেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে যা বললেন ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এ সম্পর্ক বহুমাত্রিক এবং একটি ইস্যুকে কেন্দ্র করে তা আটকে থাকবে না বলে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি

চাল কাকপক্ষীতে খেয়ে ফেলেছে, বললেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে অতি দরিদ্র নারীদের জন্য বরাদ্দকৃত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ৬৬০ কেজি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার কেশবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান

নাঈমকে সুযোগ দেবেন হাথুরু

আগামী ৫ জুলাই থেকে মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ওয়ানডে সিরিজ। আর আসন্ন এই ওয়ানডে সিরিজ দিয়ে লম্বা সময় পর দলে ফিরেছেন নাঈম

চৌহালীতে স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।