মন্ত্রিত্ব হারাতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক

ঠিকানা টিভি ডট প্রেস: যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ জন্য ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের শর্টলিস্টও করেছেন তিনি।

যদিও বাংলাদেশে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ওপর পদত্যাগের চাপ বাড়লেও অতীতে তার পাশেই দাঁড়িয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

শুক্রবার (১০ জানুয়ারি)। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের কারণে টিউলিপ সিদ্দিককে তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হলে তার স্থলাভিষিক্ত হবেন এমন প্রার্থীদের নাম প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা বিবেচনা করছেন বলে টাইমসকে বলা হয়েছে।’

ঊর্ধ্বতন ওই কর্মকর্তারা সপ্তাহান্তে যুক্তরাজ্যের এই ট্রেজারি মন্ত্রীর স্থলাভিষিক্ত হতে পারেন, এমন প্রার্থীদের চিহ্নিত করেছেন বলেও জানা গেছে। গত সোমবার টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেনডেন্ট অ্যাডভাইজার লাউরি ম্যাগনাসের কাছে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানানোর প্রকাশ্য ঘোষণা দেওয়ার আগেই কর্মকর্তারা সম্ভাব্য প্রার্থীদের চিহ্নিত করেন।

দ্য টাইমস বলছে, যদিও প্রদানমন্ত্রী স্টারমার বলেছেন, তিনি টিউলিপ সিদ্দিকের ওপর পূর্ণ আস্থা রেখেছেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদে দায়িত্ব পালনের জন্য সম্ভাব্য ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকা তৈরির বিষয়টিকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করেছেন। তারপরও টাইমসকে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলে কে তার উত্তরসূরি হতে পারেন, তা প্রধানমন্ত্রী স্টানমারের ঘনিষ্ঠদের মধ্যে কেউ কেউ অন্তত অনানুষ্ঠানিকভাবেই বিবেচনা করছেন।

মূলত টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। কিন্তু এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে।’

সম্প্রতি টোরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

টোরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন, টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে আসলে কী ঘটেছে এবং কেন। যদি তিনি তা না করেন, তবে মন্ত্রী হিসেবে তিনি তার কাজ চালিয়ে যেতে পারেন না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজার ইসরায়েলের হামলায় ১৩ শিশুসহ নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে দুটি বাড়িতে ইসরায়েলের পৃথক হামলায় ১৩ শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। রোববার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।’ এ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসা থেকে এক হাজার কম্বল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপনের বাসা থেকে এক হাজার পিস কম্বল উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলা

‘তারেকের রাজনৈতিক অধ্যায় কি শেষ হয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি নির্বাচনের পর বিএনপিতে হতাশা এবং এক ধরনের বিরক্তি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি নেতারা দায়সারা গোছের কিছু বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। নতুন করে

নেতানিয়াহুর দিন শেষ, ফিলিস্তিনের পক্ষে এক হচ্ছে পুরো ইউরোপ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অধিকার ও স্বাধীনতার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ঐতিহাসিক ঐক্য গড়ে উঠছে। সম্প্রতি ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হবে মার্চে

ঠিকানা টিভি ডট প্রেস: ফুটবলে অন্যতম দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। এই দুই দেশের লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্বের ফুটবলপ্রেমীরা। তাই মূল ম্যাচের আগেই জমে ওঠে মাঠের

একা ঘরে বাবার মৃত্যু, খাবার না পেয়ে মারা গেল দুই বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে বাবার মরদেহের পাশে দুই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। একা ঘরে তার বাবার মৃত্যু হলে-খাবার না পেয়ে ক্ষুধা-তৃষ্ণা ও