ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি নেতা আব্দুল আলিম দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা।
সোমবার (৪ নভেম্বর) রাতে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের বিনেরপোতা বাইপাস মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এ সময় তারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন, ফলে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা আব্দুর রউফের মনোনয়ন বাতিল ও আব্দুল আলিমকে প্রার্থী ঘোষণার দাবি জানান।
তাদের অভিযোগ, বহিষ্কৃত একজন নেতাকে প্রার্থী করে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। বিক্ষোভকারীরা জানান, আব্দুল আলিম দলের দুঃসময়ে সবসময় মাঠে ছিলেন। অথচ তাকে বাদ দিয়ে বহিষ্কৃত নেতাকে প্রার্থী করা হয়েছে- এতে তৃণমূল নেতাকর্মীরা ক্ষুব্ধ।
বিক্ষোভ চলাকালে তারা ‘রউফের প্রার্থিতা বাতিল কর’, ‘তৃণমূলের সিদ্ধান্ত মানতে হবে’- এমন নানা স্লোগান দেন। পরে তারা মঙ্গলবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত রেখে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের জন্য আলটিমেটাম দেন। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ স্থানীয় নেতারা। তারা বলেন, দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে বহিষ্কৃত নেতাকে প্রার্থী করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সিদ্ধান্তে পরিবর্তন না এলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.