নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শাখা ছাত্রলীগের ওই কার্যালয় ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা লাঠি দিয়ে, ইটপাটকেল নিক্ষেপ করে প্রথমে ছাত্রলীগের কার্যালয়টি ভাঙা শুরু করে। পরে বুলডোজার দিয়ে পুরো কার্যালয় গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা, ধইরা জবাই কর’ স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে শহীদ শামসুল হক হলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শহীদ শামসুল হক হলের একজন শিক্ষার্থী বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাকৃবিতে শাখা ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুণর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.