
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতোয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে গোয়ান্দা পুলিশ (ডিবি) অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি।
মঙ্গলবার (১৬ জুলাই’) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শতাধিক ককটেল, পেট্রোলবোমা, দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে বোম্ব ডিস্পোজাল ইউনিটের একটি দল কাজ করছে।
অভিযান শেষে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ‘যারা গুজব ছড়াচ্ছে, এখানে অর্থ বিনিয়োগ করছে, অপরাজনীতি করেছে তাদের নাম আমরা পেয়েছি। তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। এক দল রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ছাত্রদের ব্যবহার করছে। কোটা বিরোধী আন্দোলনকে ব্যবহার করছে। তাদের গ্রেফতারে ডিবি বিভিন্ন এলাকায় কাজ করছে।’