মধুপুরে সরকারি গাছ কেট বিক্রির অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার: টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুঁড়ি ইউনিয়নের দিগলবাইদ পুটিয়ামারা গ্রামের সরকারি পুকুরের চারপাশের ২১০টি আকাশমনি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে বিক্রি করা ২১০টি গাছের মধ্যে ১৫-১৬টি গাছ কাটা হয়েছে। পরে স্থানীয়দের বাধার মুখে গাছকাটা বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয় মৃত আ. মজিদ খানের ছেলে মো. মতিয়ার রহমান টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জানাগেছে, দিগলবাইদ পুটিয়ামারা গ্রামে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ইজারা দেওয়া হয়। সর্বশেষ দুই বছর আগে কুড়োলিয়া গ্রামের আ. করিমের ছেলে মো. খোকন মিয়া পুকুরটি তিন বছরের জন্য ইজারা পান। ওই পুকুরের চারপাশে ২১০টি আকাশমনি গাছ লাগানো হয়। বর্তমান গাছগুলোর অধিকাংশ পরিণত বয়স হয়েছে।

সম্প্রতি কুড়ালিয়া গ্রামের মো. জুবার আলীর ছেলে মো. লাল মিয়া (৪০) ও তার সহযোগী মৃত জালাল আকন্দের ছেলে মো. লিয়াকত আলী প্রভাব খাটিয়ে ওই সরকারি গাছগুলো জামালপুর জেলার দড়িপাড়া গ্রামের মৃত ইউনুস মন্ডলের ছেলে কাঠ ব্যবসায়ী মো. লুৎফর রহমানের কাছে দুই লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করে দেন। পরে কাঠ ব্যবসায়ী লুৎফর রহমানের সহযাগী পলাশ কয়েকজন কাঠুরে নিয়ে গাছগুলো কাটতে থাকে। ১৫-১৬টি গাছ কাটার পর ওই গ্রামের মতিয়ার রহমানের নেতৃত্বে স্থানীয় লোকজন গাছ কাটতে বাধা দেন এবং তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন।

উপজেলা নির্বাহী অফিসার শোলাকুঁড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুস্তম আলীকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন। তিনি গ্রামে পুলিশের মাধ্যমে কর্তনকৃত গাছের ৩৮টি খন্ড (গোলাই) উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হেফাজতে রেখেছেন এবং অন্য গাছগুলো কাটতে নিষেধ করেছেন।

অভিযোগকারী মো. মতিয়ার রহমান জানান, স্থানীয়ভাবে ব্যাপক প্রভাবশালী হওয়ায় মো. লাল মিয়া ব্যক্তিস্বার্থে সরকারি গাছ বিক্রি করে পকেটে ভরছেন। তার বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, দখল বাণিজ্য, প্রতারণা সহ নানা অভিযোগ রয়েছে। এসব অভিযোগে টাঙ্গাইলের আদালতে তার নামে দুইটি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযুক্ত মো. লাল মিয়া জানান, তাদের গ্রামে চারটি সমাজ রয়েছে। অনেক বছর আগে সমাজের লোকজন পুকুরের চারপাশে গাছগুলো রোপণ করে। সমাজের প্রয়োজন হওয়ায় তিনি গাছগুলো বিক্রি করেছেন। বিক্রিত টাকা তিনি চারটি সমাজের মসজিদের উন্নয়নের জন্য সমহারে বণ্টন করে দিবেন।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে গাছ কাটার খবর পেয়ে তিনি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান দেখার জন্য দায়িত্ব দেন। ইউপি চেয়ারম্যান কাটা গাছের টুকরাগুলো জব্দ করে পরিষদে জমা রেখেছেন। পরে বিষয়টি সরজমিন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শীতে ফসল রক্ষায় কৃষি বিভাগের পরামর্শ’

নিজস্ব প্রতিবেদক: তীব্র শীতের প্রভাব থেকে ফসল রক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ যা মেনে চলতে বলা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি’) কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে

চীনে ১০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবেন পর্যটকরা

অনলাইন ডেস্ক: বিদেশি পর্যটকদের প্রলুব্ধ করার জন্য ভিসা ছাড়াই দেশটিতে দর্শনার্থীদের সময় ব্যয় করার পরিমাণ তিনগুণ করেছে চীন। খবর সিএনএনের। চাইনিজ স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ইমিগ্রেশন

এবার চূড়ান্ত ভাঙনের মুখে জাতীয় পার্টি’

নিজস্ব প্রতিবেদক: নানা নাটকের পরও রাজনৈতিক সমঝোতা হচ্ছে না রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে। নিজ নিজ অবস্থানে কঠোর উভয়েই। এরকম বাস্তবতায় আবারও চূড়ান্তভাবে

জামায়াতের সাথে দেশ সাজাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রতিবাদ

অভ্যুত্থানে হতাহতের সন্তানদের জন্য কোটার আদেশ বাতিল

অনলাইন ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি স্কুলে ভর্তিতে ৫ শতাংশ কোটা সংরক্ষণের আদেশ বিতর্কের মুখে বাতিল করল অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার

হতাশ ও বিচলিত হাসিনা, নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে জানালেন জয়

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। সেইদিনই সামরিক হেলিকপ্টারে করে ভারত পালাতে বাধ্য হন আওয়ামী লীগের