ফতুল্লায় ভাবিকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জ কারাগারের কারারক্ষী কাজিম উদ্দিনের (৪৮) বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মামলাটি করেন।
অভিযুক্ত কারারক্ষী কাজিম উদ্দিন জামালপুরের ঝাউলা এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। টাঙ্গাইল কারাগার থেকে গত ২৩ ডিসেম্বর কাজিম উদ্দিন নারায়ণগঞ্জ কারাগারে বদলি হয়ে আসেন। তিনি ধর্ষণের শিকার গৃহবধূর স্বামীর চাচাতো ভাই।
মামলার বিবরণে বলা হয়েছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূর সাত বছর আগে বিয়ে হয়। তিনি স্বামী নিয়ে বর্তমানে ফতুল্লার লালপুর এলাকার একটি বাসায় বসবাস করেন। তার স্বামী একটি গার্মেন্টসে কাজ করেন। গত বছরের ২৪ ডিসেম্বর কাজিম উদ্দিন তাদের বাসায় প্রথম বেড়াতে আসেন। তারপর থেকে প্রায় সময় বেড়াতে আসতেন। তার স্বামী সকালে কাজে যায় এবং ছুটি হয় রাতে।
গত ৫ জানুয়ারি কাজিম উদ্দিন সকাল ৯টায় তাদের বাসায় এসে দেখেন ওই গৃহবধূ ঘুমিয়ে আছেন। এ সময় কৌশলে কিছু ছবি তুলেন তিনি। পরে সেই ছবি দেখিয়ে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ১২ জানুয়ারি প্রথম ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময়সহ সর্বশেষ ২২ ফেব্রুয়ারি সকালে ওই গৃহবধূকে আবার ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তাকে ভয়ভীতি দেখিয়ে কাজিম উদ্দিন চলে যান। বিষয়টি তার স্বামীসহ আত্মীয়-স্বজনকে জানিয়ে বুধবার থানায় মামলা করেন ওই গৃহবধূ।
ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি রকিবুজ্জামান জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.