
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৪:০৯ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশনে শিশুদের মক্তব দখল করে বিএনপির কার্যালয় ব্যবহারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশন উপজেলায় শিশুদের ধর্মীয় শিক্ষার মক্তব ঘর দখল করে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের আমিনপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাকরাইল জামে মসজিদের পাশে অবস্থিত মক্তব ঘরটি প্রায় এক দশক আগে ইউএনডিপি ও মুসলিম এইডের সহায়তায় নির্মিত হয়। শুরু থেকেই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন স্থানীয় শিশু-কিশোরদের কোরআন শিক্ষা প্রদান করতেন। মাঝে মাঝে সরকারি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সভাও সেখানে অনুষ্ঠিত হতো।
স্থানীয়দের অভিযোগ, গত বছর আগস্টে আওয়ামী সরকারের পতনের পর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা সোহরাব রাঢ়ী, বনি আমিন দালাল, জাকির রাঢ়ী, জাকির হাওলাদার, বাবুল মুন্সী ও ইসমাইল সিকদারসহ কয়েকজন ঘরটি দখল করে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন।
মসজিদ কমিটির সভাপতি আবু তাহের বলেন, “ঘরটি শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য নির্মিত হয়েছিল। কিছুদিন আগে কয়েকজন এসে এটি দখল করে নেয়। বর্তমানে আমরা মসজিদের ভেতরে পাঠদান চালাচ্ছি।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, সরকারি সহযোগিতায় নির্মিত ধর্মীয় শিক্ষা কেন্দ্র রাজনৈতিক উদ্দেশ্যে দখল করা অনৈতিক ও ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য।
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি বশির আহম্মেদ বলেন, “ঘরটি দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল। আমরা সেটি পরিষ্কার করে রাজনৈতিক অফিস হিসেবে ব্যবহার করছি, দখল করিনি।”
এ বিষয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি সামছুল হক বলেন, “বিষয়টি জানার পর আমি সংশ্লিষ্টদের ঘরটি ছেড়ে দিতে বলেছি। এখন সেখানে কেউ বসে না, শুধু কিছু চেয়ার ও নেতাদের ছবি রয়ে গেছে। এগুলো সরিয়ে মক্তব পুনরায় চালু করা হবে।”
চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.