ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে এক অভিযান চালিয়ে ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড। ১৯ ফেব্রুয়ারি সোমবার দুপুরে লালমোহন উপজেলাধীন তেতুলিয়া নদী সংলগ্ন দেবীর চর এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক জব্দ করে।
কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ড সদস্যরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড কমান্ডার এম মুজতবা, পিও (মেড) এর নেতৃত্বে লালমোহন উপজেলার তেতুলিয়া নদী সংলগ্ন দেবীর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহভাজন একটি কাঠের বোটকে তল্লাশী করার সময় কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালাতে থাকে। এ সময় কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটিকে ধাওয়া করলে তারা দেবীর চর এলাকায় নদীর তীরে বোটটি রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই বোটটি তল্লাশী করে বোটের ভিতরে থাকা মাছ ধরার জালের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ২৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.