নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) ভোরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত আটোরিকশার মধ্যে সংঘর্ষে তাদের মৃত্যু হয়েছে।'
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি') আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত আটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা কাছে সড়কে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশাটি ধাক্কা দেয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা এক শিশুকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.