
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ফজলুল হক রোড গোশালা মহল্লার দিলীপ গৌর ও পিংকি গৌর দম্পত্তির কোল আলো করে জন্ম গ্রহন করেছে কণ্যা শিশু দিপিশা গৌর। মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার স্টার স্পেলাইসড হাসপাতালে এই কণ্যা শিশুটির জন্ম হয়। জন্মের দুই ঘন্টার মধ্যে সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক তোফাজ্জল হোসেনের তত্বাবধানে সিরাজগঞ্জ পৌরসভার জন্মনিবন্ধন শাখা শিশুটির জন্মনিবন্ধন আবেদন করে এবং দুই ঘন্টার মধ্যে জন্মনিবন্ধন সনদ তৈরি করা হয়। বুধবার সকালে হাসপাতালে গিয়ে সদ্য ভূমিষ্ঠ শিশুর হাতে জন্মসনদ তুলে দেন সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন। এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পৌরসভার নিবন্ধন শাখার কর্মকর্তারা এবং বিভিন গণমাধ্যম কর্মীরান উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন বলেন একটি বাচ্চা ভুমিষ্ঠ হওয়ার পরেই জন্মনিবন্ধনের জন্য আবেন করেছে এই সচেতন অবিভাক কে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। জন্মনিবন্ধন একটি সরকারি সনদ,প্রত্যেকের উচিৎ শিশুর জন্মের সাথে সাথে নিবন্ধন করা। এটা হয় তবে দিপিশা একজন গর্বিত নাগরিক যে জন্মের প্রথম দিনই রাষ্ট্রীয় নাগরিকের সনদ পেলো যে সনদের ওপর ভিত্তি করে সে তার আগামী দিনের সকল সনদ অর্জন করবে। বাচ্চা এবং বাচ্চার মায়ের সুস্থতা কামনা করেন তিনি।
সদ্যভূমিষ্ঠ শিশুটির পিতা দিলীপ গৌর বেসরকারি স্যাটালাইট টিভি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি।