নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (২১ নভেম্বর) পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকার মেট্রোরেলের চারটি স্টেশন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়াল, ফ্লোর ও টাইলসে দেখা গেছে ফাটল। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে—মূল কাঠামো অক্ষত রয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বিজয় সরণি স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতি দেখা গেছে। সেখানে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোরে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, যা আপাতত আস্তর দিয়ে ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। দেয়ালের বেশ কিছু টাইলস খুলে পড়ে যাওয়ায় সেগুলো মাস্কিং টেপ দিয়ে আটকানোর ব্যবস্থা করা হয়েছে।
ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রুম কন্ট্রোলার সাংবাদিকদের বাধা দেন এবং মন্তব্য করতেও অনীহা প্রকাশ করেন।
একই ধরনের ফাটল দেখা গেছে কারওয়ানবাজার, মিরপুর-১০ এবং পল্লবী স্টেশনেও। দেয়াল ও ফ্লোরে ফাটল দেখে যাত্রীরা উদ্বেগ প্রকাশ করে বলেন, “৫.৭ মাত্রার ভূমিকম্পেই যদি এমন ক্ষতি হয়, তাহলে ট্রেন চলাচলের সময় অতিরিক্ত কম্পনে ঝুঁকি বাড়বে।”
তবে এসব ফাটলে বড় কোনো ঝুঁকি দেখছে না কর্তৃপক্ষ। ডিএমআরটিডিপি লাইন-৫ এর প্রকল্প পরিচালক মো. আব্দুল ওহাব জানান, মেট্রোরেলকে নিয়মিত কম্পন ও চাপ বিবেচনায় রেখে ডিজাইন করা হয়েছে। ফলে এমন ফাটল কাঠামোগত নিরাপত্তায় প্রভাব ফেলবে না।,
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.