ভূঞাপুরে ৯২ লাখ টাকা জলে

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে ৯২ লাখ টাকা জলে পড়ে রয়েছে। বিলের মাঝখানে খালের উপরে ব্রিজ নির্মাণ হলেও রাস্তা না থাকায় সেটি কোন কাজেই আসছে না। বর্ষার পানিতে ব্রিজের চতুর্দিক পানি থই থই করছে।’

সরজমিন উপজেলার ফলদা ইউনিয়নের মমিনপুর উত্তরপাড়া চিনাখড়ি-নইলাখড়ি বিলের উপর ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ব্রিজের যাতায়াতের নেই রাস্তা। ফলে ব্রিজে যেতে নৌকাই ভরসা স্থানীয়দের। ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবী, পানি শুকিয়ে গেলে ব্রিজের দুইপাশে রাস্তা করা হবে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ক্ষমতা খাটিয়ে সিডিউল অনুযায়ী কাজ না করে তড়িঘড়ি করেই ব্রিজটির নিম্নমানের কাজ শেষ করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ফলদার মমিনপুর বিলের মধ্যে প্রায় ৯২ লাখ টাকা ব্যয় ব্রিজটি নির্মাণ হচ্ছে। ব্রিজটির পাশাপাশি এর দুইপাশে ৫০মিটার করে রাস্তা রয়েছে। ব্রিজ ও রাস্তার কাজ পায় জেলার মধুপুরের বিলাস বিল্ডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তবে ওই প্রতিষ্ঠান সাব-ঠিকাদার হিসেবে কাজ করেন বিএনপি নেতা লিটন।

স্থানীয়রা জানায়, ব্রিজটি যতটুকু উচু করা হয়েছে যখন পানি শুকিয়ে যাবে তখন ব্রিজের উপড়ে উঠা যাবে না। ফলে সেই খালের পানি পেরিয়ে বিলে যেতে হবে। ব্রিজটির কাজ শেষ করার কথাছিল চার-পাঁচমাস আগেই। কিন্তু এখনও শেষ করেনি ঠিকাদার। ঠিকাদার তাদের মন-মতনভাবে কাজ করে চলে গেছে।

মমিনপুর গ্রামের আব্দুল ম‌জিদ বলেন, কাজ শুরু করার পরই বিলের পানি চলে আসে। পানি আসায় তড়িঘড়ি করে কাজ শেষ না করেই ঠিকাদার চলে গেছে। গ্রামের ভিতরের যে রাস্তা সেটিই হয়নি সুতরাং ব্রিজে কিভাবে যাবে মানুষজন।

একই গ্রামের আশরাফুল ইসলাম বলেন, ব্রিজের আগে রাস্তা দরকার। ব্রিজটি যেভাবে করেছে তাতে একদিকে হেলে পড়েছে। এতে ব্রিজের উপর পানি জমে থাকে। ব্রিজ যেভাবে করেছে তাতে বর্ষার সময় ব্রিজের নিচ দিয়ে নৌকা চলাচল করতে পারবে না। ব্রিজটি নির্মাণ সামগ্রী ঠিক মত দেয়নি।

ব্রিজটির সাব ঠিকাদার লিটন জানান, নিয়ম মেনেই কাজ করা হয়েছে। পানি শুকিয়ে গেলে দুইপাশে রাস্তা করা হবে।

অনিয়মের বিষয়টি অস্বীকাজ করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাখাওয়াত হোসেন জানান, বিলের মধ্যে ব্রিজের কাজ এখনও শেষ হয়নি। পানি চলে আসায় কাজ বন্ধ ছিল। পানি শুকিয় গেল আবার কাজ শুরু হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচির মানষিক অসুস্থ খোদেজাকে তিন মাসেও খুঁজে পাচ্ছে না স্বজনরা!

রেজাউল করিম, স্টাফ রিপোর্টার”সিরাজগঞ্জঃ প্রায় তিন মাসেও খুঁজে পাচ্ছে না মানষিক অসুস্থ মোছাঃ খোদেজা খাতুনকে তার স্বজনরা। ২২ ফেব্রুয়ারী নিখোঁজ খোদেজা খাতুনের ছেলে হতদরিদ্র মোঃ

‘ঢাকায় ইয়াহিয়া, ভবনে ভবনে কালো পতাকা’

ঠিকানা টিভি ডট প্রেস: সময় তখন দ্রুত এগিয়ে চলেছে অনিবার্য পরিণতির দিকে; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে চলছে পূর্ণ অসহযোগ। একাত্তরের ১৫

‌পালিয়ে আসা’ মিয়ানমারের সৈন্যদের নিয়ে কী ভাবছে বাংলাদেশ’

ঠিকানা টিভি ডট প্রেস: মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও বার্মিজ সামরিক জান্তা বাহিনীর মধ্যে চলে আসা সংঘর্ষে বারবার বিপাকে পড়ে বাংলাদেশ। দীর্ঘ ছয় বছর ধরে

‘নতুন নির্বাচনের প্রস্তাব সুশীলদের, কূটনীতিকদের ‘না’

নিজস্ব প্রতিবেদক: ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে’। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচন মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ঢাকেশ্বরীর দুই এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ), ভোররাতের দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ’

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ। নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ