
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিমোড়ে শনিবার (৮ মার্চ) অসুস্থ গরু জবাই করা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম গোবিন্দাসী টিমোড়ে ভ্রাম্যমাণ আদালতে রফিকুল ইসলাম তালুকদার নামে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে। সে জখম হওয়া আধামরা জবাই করে মাংস বিক্রি করছিলো। পরে গরুর মাংসগুলো ফেলে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ তালুকদার জানায়, আসলে সে মরা গরু জবাই করে বিক্রি করছিলেন।